মরণের ডাক
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ মে, ২০১৪, ০৯:৪৮:৩১ রাত
অদ্ভুত স্বপ্নেরা খেলা করে প্রতিদিন
স্বপ্নে বিভোর আমি, ক্ষয়ে যায় ক্ষণ
জীবনের হালখাতায় শূন্যতা শুধু
মোহের পেয়ালা হাতে, আসে মরণ।
-
নিশিতে বা প্রহরে জানেনা কখন
ডাক আসে মরণের, দিতে পাড়ি
যোগ বিয়োগের হিসাব হয়না শেষ
চলে যায় সকলেই, দিয়েই আড়ি।
-
কতজনেই পাড়ি দিলো দেখিলাম চেয়ে
নিজেই শুধু থাকিলাম স্বপ্নে বিভোর
আর কতদিন কত কাল থাকবো আমি
কাটবে কি কোনদিন মোহের ঐ ঘোর।
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
নিজেই শুধু থাকিলাম স্বপ্নে বিভোর
আর কতদিন কত কাল থাকবো আমি
কাটবে কি কোনদিন মোহের ঐ ঘোর।
কবিতার মাঝে নিরেট বাস্তবতার আত্মচিৎকার। ভাল লেগেছে। ধন্যবাদ।
ব্লগে আপনাকে স্বাগতম।
পারিবনা তারে কভু রাখিবারে ধরে৷
এমনই যাবার পালা আসিবে যেদিন,
আমাকেও যেতে হবে তখনই সেদিন৷
মন্তব্য করতে লগইন করুন