এলোমেলো কথামালা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১৩:৩৯ সন্ধ্যা
অন্ধ সবই অন্ধ
মনুষত্যের বিবেক দুয়ার সব গুলি আজ বন্ধ ।
-
কলমে নেই দ্রোহ
যেই দ্রোহের অনলে সৃষ্টি হবে কালজ্বয়ী বিদ্রোহ।
-
মরছে মানুষ মরছে
স্বৈরাচারির তখত টলাতে কতজনই আর লড়ছে ?
-
হচ্ছে একই খেলা
বাংলাদেশের সংসদে আজ পাঁচ শতাংশের মেলা।
-
জীবনের নেই দাম
বাংলাদেশের মানুষ সবাই আমজনতা আম ।
-
চালের দাম যে চড়া
বর্ষার দিনেও বাংলাদেশে চলছে দেখ খরা ।
-
বিদ্যুৎ কি আর আছে
বাংলাদেশে বিদ্যুৎ যায়না মাঝে মাঝে আসে।
-
নইতো সবাই ভাদা
অদৃশ্য এক শিকল দিয়ে তাইতো সবাই বাঁধা।
-
লাজ শরম আর নাই
ভার্সিটিতে কনডম পতিতা বিনামুল্যে পাই ।
-
চরিত্রহীন এক সমাজ
খুল্লাম খুল্লা নাচের তালে নর্তকীদের রাজ ।
-
কেও যেন নেই আর
ডাক দিয়ে যায় ছাত্র যুবাদের সমাজ বদলাবার ।
-
দিনকি আসবে ফিরে
সোনালি এক সমাজ হবে ফিরবে সবাই নীড়ে ।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুক্ত করে দেশের মানুষ যাবেন বীরের বেশে
মানুষ যখন আসবে ফিরে কুরআনের দিকে।
এমন তরো লেখা যেন হরহামেশা পাই!
এমন তরো লেখা পেতে দোয়া সবার চাই।
মোদের বিবেক বন্দী আজ দিল্লী দরবারে৷
আসন ছিঁড়ি চুল,
গোড়ায় গলদ করেই মোরা করেছি যে ভুল৷
সোনালি এক সমাজ হবে ফিরবে সবাই নীড়ে ।... আমরা অপেক্ষা করছি সত্য ও সুন্দর একট পৃথিবীর জন্য, আল্লাহ তায়ালা যেন আমাদের সহায় হয়..
সত্য সুন্দর পৃথিবীর তরে জাগিবে কখন ?
‘সেইদিন আর নয় বেশি দুরে
আর কিছু পথ গেলে মিলবে’
স্বাধীন দেশে আমরা সবাই আছি পরাধীন।
মন্তব্য করতে লগইন করুন