ফ্রান্স বাংলা প্রেস ক্লাব গঠন নিয়ে পদলোভি কিছু মানুষের নোংরা খেলা।
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মার্চ, ২০১৪, ০৬:২১:২৬ সকাল
ফ্রান্স বাংলা প্রেস ক্লাব গঠন নিয়ে পদলোভি কিছু মানুষের নোংরা খেলা। যা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির কাছে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছে তাদের ৭ জন আহবায়ক কমিটির মধ্য থেকে সম্পুর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। চমৎকার তাদের গণতান্ত্রিক উপায়!
তাদের এই গণতন্ত্রের কথা শুনে আমার মনে হয়েছে আমরা জাতে আসলেই খাটি বাংলাদেশী। ফার্স্ট ওয়ার্ল্ডের মত একটা দেশে থেকেও আমরা গণতন্ত্র শিখতে পারছিনা। গণতন্ত্রি ভাইদের কাছে আমার কাছে আমার একটা প্রশ্ন , আহবায়ক কমিটির কাজটা কি ? আমরাতো মনে করি আহবায়ক কমিটি করা হয় কোন একটা বিষয়ের সুন্দর সমাধানের জন্য। আহবায়ক কমিটির একটা মেয়াদ থাকে।তারা যদি এই মেয়াদের ভিতরে কিছু করতে না পারেন, তাহলে যারা আহবায়ক কমিটি বানিয়েছে তাদের কাছে রিপোর্ট দেবেন। প্রয়োজনে মেয়াদ আরো বাড়ানো হবে।নিশ্চয় ফ্রান্স বাংলাদেশী প্রেসক্লাব গঠনের জন্য তেমনি একটি আহবায়ক কমিটি করা হয়েছিলো। নিশ্চয় তাদের কাজ ছিলো সুন্দর ও পরিচ্ছন্ন একটা ব্যবস্হার মাধ্যমে নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে ফ্রান্সের সকল সংবাদ কর্মীদের নিয়ে একটা কমিটি উপহার দেয়া। সেই কমিটিতে আহবায়ক কমিটির যে কেও সভাপতি সম্পাদক হতে পারেন,আহবায়ক কমিটির বাহিরেও হতে পারেন। কিন্তু পৃথিবীর কোথাও কি এমন নজির আছে যে, যাদেরকে একটা কাজের জন্য আহবায়ক কমিটিতে সদস্য করে দেয়া হলো শুধু তারাই বসে তাদের মধ্য থেকে ভাগবাটোয়ার মাধ্যমে সভাপতি সম্পাদক ঘোষনা দিয়েছে। তাহলে ফ্রান্সে অপর সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হওয়ার প্রয়োজনটা কি ? যদি তার একটি ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত করতে পারলোনা। কেন আপনারা ফ্রান্সের সকল বাংলাদেশী সংবাদ কর্মীর উপস্হিতিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করলেন না। কিসের ভয় ছিলো আপনাদের ? ৭ জনের ভোটাধিকারের মাধ্যমে বিশাল কমিটি গঠন তা কি সত্যি হাস্যরসের নয় ?
অপর পক্ষ আবার বিশাল উপস্হিতির সংবাদ কর্মী নিয়ে দু'দিন পরপর মিটিং সিটিং করে যাচ্ছেন। বর্ধিত কলেবরে প্রেসক্লাব গঠনের জন্য সংবাদ কর্মী সংগ্রহ করছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেন যাদের উপর বিশ্বাস নেই তাদেরকে আহবায়ক কমিটিতে স্হান দিয়েছিলেন ? নাকি আপনারা কমিটির হুমড়া চুমড়া না হওয়াতে এই বেঁকে বসা।
আজ নানাবিধ মিডিয়ায় শুধু আপনারা উভয় পক্ষের কাদা চুড়াচুড়ি দেখতে পাই। তা কি আপনাদের উভয় পক্ষের জন্য, প্রসক্লাবের জন্য সুখকর হচ্ছে ? আজ আপনারা ব্যক্তিগত ভাবে একে অপরকে আক্রমন করছেন। মনে রাখবেন, যারা এগুলো করছেন তারা নিজেরাই কমিউনিটির কাছে ছোট হচ্ছেন, ছোট করছেন সংবাদ কর্মী ও প্রেসক্লাবকে। ভবিষ্যতে এই কমিউনিটি আপনাদের কাওকে বিশ্বাস করবেনা।
আসুন ভাই বন্ধু ও সহকর্মীরা, আমরা একে অপরের প্রতি সহনশীল হই। উভয় পক্ষের কমিটি বিলুপ্ত করুন। পুর্বে গঠিত আহবায়ক কমিটি একটি সুন্দর নীতিমালা তৈরী করুন, এমন নীতিমালা যাতে সকল সংবাদ কর্মীর অংশ গ্রহন নিশ্চিত থাকে। আর তার মাধ্যমেই আমরা সকলে মিলে একটি প্রেসক্লাব গঠন করি । আমরা সকলে মিলে আমাদের প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্ন পদের জন্য যোগ্য লোক নির্বাচিত করি । কমিউনিটিকে ভালো একটা কিছু উপহার দেই। আসুন এমন একটা কিছু করি যাতে কমিউনিটির কল্যান বয়ে আনে। আমাদের জেনারেশনের পর জেনারেশন যাতে গর্ব করতে পারে, আমাদের স্মরন করে।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।
গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।
কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।
মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,
চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।
প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।
আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।
ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।
দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।
উনারা সাংবাদিক।
বাস্তবে উনারা সাংবাদিক দিন মজুর।
উনাদের কাজ হলোঃ
কারো কোন অনুষ্ঠান হলে কন্ট্রাক্টে ভিত্তিতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান ভিডিও করা। সেই ভিডিও ক্লিপের ২০ সেকন্ড কোন টিভি চ্যানেলে প্রকাশ করা। উনারা একটা ভিসিডি প্রদান করেন অনুষ্ঠানের আয়োজকদের। আয়োজকরা উনাদেরকে ৩০০ রিয়াল প্রদান করেন।
এ উনারাই আবার ২/৩ জনের সাথে গোপন কন্ট্রাক্ট করেন। ওদের কাছ থেকে আরো ১০০ রিয়াল করে হাতিয়ে নেন। ঐ ২০সেকেন্ডের টিভি নিউজে ১০০ রিয়াল দাতাকে দেখা যাবে ৩/৪ সেকেন্ড।
উনারা সাংবাদিক। কোন অনুসন্ধানী রিপোর্ট উনারা সংগ্রহ করতে পারেন না। আর ঐ গুলোর যোগ্যতা উনাদের নাই।
উনাদের কাজ হচ্চে সাংবাদিকতার কার্ড ব্যবহার করে লোকজনকে ব্লেক মেইল করে পয়সা কামানো।
আমার মনে হয় ফ্রান্স এর চেয়ে বাহিরে নয়।
প্রবাসী মজুমদার যা বলেছে তা আপনার মত লিখলে কিছুটা হলেও উপকার হত।
যাক ভাই - আপনার ইমেইল টা প্রয়োজন।আমার এবং যুবায়ের ভাইর বেশী প্রয়োজন।
মন্তব্য করতে লগইন করুন