রেকর্ড গড়ার ৯০ কোটি টাকা যদি এমন হতRose Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ মার্চ, ২০১৪, ০৬:৩৯:১৮ সন্ধ্যা

রেকর্ড গড়ার ৯০ কোটি টাকা

-যদি ১ হাজার করে অসহায় মানুষদের মাঝে বিলি করা হত তাহলে ৯ লক্ষ মানুষকে এই টাকা দেয়া যেত।

-যদি ৫ শত টাকার একটা জামা কিনে দেয়া হত তাহলে ১৮ লক্ষ বস্ত্রহীন মানুষকে তা দেয়া যেত।

-যদি ২ শত টাকার এক বেলার খাবার দেয়া যেত তাহলে ৪৫ লক্ষ অনাহারীকে এ খাবার খাওয়ানো যেত।

-যদি ১ শত টাকার খাতা কলম কিনে গরিব ছাত্রছাত্রীদের মাঝে বিলি হত তাহলে ৯০ লক্ষ ছাত্রছাত্রীকে দেয়া যেত।

-যদি ১ লক্ষ টাকার একটি বাড়ি বানিয়ে দেয়া যেত তাহলে ৯ হাজার গৃহহীনকে তা দেয়া যেত।

-যদি ৫০ হাজার টাকা করে দিয়ে একজন গরিব পরিবারের মেয়েকে বিয়ের ব্যবস্হা করা হত তাহলে ১৮ হাজার কন্যা দায়গ্রস্হ পরিবার মুক্তি পেত।

-যদি ৫ লক্ষ টাকা করে গরিব মুক্তিযোদ্ধাদের বিলি করা হত তাহলে ১৮ শত অসহায় মুক্তিযোদ্ধার মুখে হাসি ফুটানো যেত।

-যদি ৫ হাজার টাকা করে চিকিৎসায় খরচ করা হত তাহলে ১ লক্ষ ৮০ হাজার গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়া যেত ।যারা অচিকিৎসায় ধুকে ধুকে মরছে।

-যদি ২০ হাজার টাকা করে বিনা সুদে যুবকদের লোন দেয়া যেত তাহলে ৪৫ হাজার বেকার যুবকের কর্ম সংস্হান হত।

Rose

এছাড়াও যা করা যেত

-সংসদের ৩০০ এম পি'র মধ্যে যদি তা বিলি করা হত তাহলে প্রতিজন ভোটবিহীন এম পি ৩০ লক্ষ টাকা করে পেত।এতে হয়তো কিছুদিন মানুষের সম্পদের দিকে কম তাকাতো। নগদ চাই বলে প্রকাশ্যে আহাজারি করতোনা।

-১০ লক্ষ টাকা করে ছাত্রলীগ ক্যাডারদের মধ্যে বিলি করলে ৯ শত জন ক্যাডারকে তা দেয়া যেত।এতে করে কিছুদিনের জন্য হলেও চিনতাই,চাদাবাজি বন্ধ হত।

- সরকারের পাছাটা ২০ টি হলুদ সংবাদ মাধ্যমকে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরুপ এই টাকা দেয়া গেলে প্রতি হলুদে ৪ কোটি ৫০ লক্ষ করে ভাগে পেত। আর সকলেই তাদের হলুদের মাত্রা বাড়িয়ে দিত।

- ১ শত জন আতেলের মধ্যে যদি ভাগ করে দেয়া যেত তাহলে প্রত্যেকে ৯০ লক্ষ টাকা করে পেত। এতে করে ক্ষমতায় থাকার বাকি দিন গুলো তাদের সাথে সরকারের পক্ষে বলার জন্য আর দর কসাকসি করতে হতনা।

আরো কত কিছু করা যেত। ভাইরা অংকে কিছুটা কাচা তাই হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিষয়: বিবিধ

১৪০২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198836
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : প্রতি বছর হজ্জ মওসুমে আপচয় হওয়া ঢাকা দিয়ে যদি দেশে অন্তত একটি স্কুল, কলেজ, অথবা হাসপাতাল বানানো হলে অন্তত দেশের মানুষের উপকার হত।
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
148845
প্রবাসী মজুমদার লিখেছেন : চরিত্রগঠনে এসব কাজগুলোকে যারা অপচয় মনে করে, তারা সমাজকে একটা উলংগ সভ্যতা উপহার দিতে পারলেও, দুমুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমানোর সমাজ ব্যবস্থা এরা দিতে পারেনা। হেগেলের পাগলা গারদের বাসিন্দাদের সাথে মদীনার অনুসারীদের এটাই মৌলিক পার্থক্য।
198845
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : গনেশ বইতে নাম উঠাইয়া কি ফায়দা হইল? জাতি জানতে চায়.......
২৭ মার্চ ২০১৪ রাত ১০:২৮
148866
প্যারিস থেকে আমি লিখেছেন : "গনেশ বই" চমৎকার বলেছেন।
198846
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আজাইরা প্যাচাল বাদ দ্যান। রেকর্ড করা চাট্টিখানি কথা নয়।
২৭ মার্চ ২০১৪ রাত ১০:২৯
148867
প্যারিস থেকে আমি লিখেছেন : কত কিছুরইতো রেকর্ড করে বসে আছি আমরা।ফিরিস্তি দেবনে অন্য পোষ্টে,পড়ার অগ্রীম আমন্ত্রন থাকলো।
198874
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% সঠিক!
তবে বেশি দুঃখিত হওয়ার কারন নাই। কারন প্রকৃতপক্ষে এই টাকার বেশিরভাগই মাননিয় আঁতেল মন্ত্রির পকেটেই গেছে। সুতারাং আপনার দ্বিতিয় অধ্যায় এর উদ্দেশ্য পুরুন হয়েছে। কিন্তু এই আশা বৃথা যে তারা কিছুদিন অপরের সম্পদ এর দিকে চোখ বন্ধ করে থাকবে।
আমারও এর কম একটা পরামর্শ ছিল। ৯০ কোটি টাকায় সারা দেশে দশটি উন্নতামানের ষ্টুডিও স্থাপন করা যেত যে খানে শুদ্ধ উচ্চারনে জাতিয় সঙ্গিত গাওয়ার মত কয়েক লক্ষ শিল্পি তৈরি হতো।
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩০
148868
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
198928
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
ফেরারী মন লিখেছেন : ভালো বিশ্লেষণ আপনারে নো-বেল দেয়া উচিত।
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩০
148870
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাকে হাচিনার রোষানলে ফালানোর পায়তারা।
198945
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হিসেব তা করেছেন ভালোই ,তবে আপনার কথায় নয় ভারতের কথায় দেশ চলে।
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩১
148871
প্যারিস থেকে আমি লিখেছেন : হা তাইতো।
198969
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার পোস্টটি আমার চোখ খূলে দিয়েছে। গনসমথনহীন র্ব্যর্থ এ স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশী দেয়ার মত আর কিছু নেই।
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩২
148872
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের চোখ খুললে কি হবে ? যাদের চোখ খুলার কথা তারা কিন্তু বন্ধ করে আছে। ধন্যবাদ
199086
২৮ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : রেকর্ড গড়ার ৯০ কোটি টাকা

-যদি ১ হাজার করে অসহায় মানুষদের মাঝে বিলি করা হত তাহলে ৯ লক্ষ মানুষকে এই টাকা দেয়া যেত।
-যদি ৫ শত টাকার একটা জামা কিনে দেয়া হত তাহলে ১৮ লক্ষ বস্ত্রহীন মানুষকে তা দেয়া যেত।
-যদি ২ শত টাকার এক বেলার খাবার দেয়া যেত তাহলে ৪৫ লক্ষ অনাহারীকে এ খাবার খাওয়ানো যেত।
-যদি ১ শত টাকার খাতা কলম কিনে গরিব ছাত্রছাত্রীদের মাঝে বিলি হত তাহলে ৯০ লক্ষ ছাত্রছাত্রীকে দেয়া যেত।
-যদি ১ লক্ষ টাকার একটি বাড়ি বানিয়ে দেয়া যেত তাহলে ৯ হাজার গৃহহীনকে তা দেয়া যেত।
-যদি ৫০ হাজার টাকা করে দিয়ে একজন গরিব পরিবারের মেয়েকে বিয়ের ব্যবস্হা করা হত তাহলে ১৮ হাজার কন্যা দায়গ্রস্হ পরিবার মুক্তি পেত।
-যদি ৫ লক্ষ টাকা করে গরিব মুক্তিযোদ্ধাদের বিলি করা হত তাহলে ১৮ শত অসহায় মুক্তিযোদ্ধার মুখে হাসি ফুটানো যেত।
-যদি ৫ হাজার টাকা করে চিকিৎসায় খরচ করা হত তাহলে ১ লক্ষ ৮০ হাজার গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়া যেত। যারা অচিকিৎসায় ধুকে ধুকে মরছে।
-যদি ২০ হাজার টাকা করে বিনা সুদে যুবকদের লোন দেয়া যেত তাহলে ৪৫ হাজার বেকার যুবকের কর্ম সংস্হান হত।

আপনার এই কথাগুলো যদি আমাদের কর্তাব্যক্তিরা ভাবত, তবে দেশটা আজ উন্নয়ণশীল না হয়ে উন্নত দেশ হত। অনেক ধন্যবাদ সুন্দর চিন্তার জন্য
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৬
149027
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
199512
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩১
শেখের পোলা লিখেছেন : এ রেকর্ড হয়ত ভেঙ্গে খান খান হয়ে যাবে, তাই পরের রেকর্ড বাজাতে তৈরী হোন৷ এবার রাস্তা ভাড়া খাটিয়ে টাকা জোগাড় করা হবে৷ চিন্তা নেই৷ কোন্ বিষয়ে রেকর্ড হবে তাই বলুন৷
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৬
149254
প্যারিস থেকে আমি লিখেছেন : রেকর্ডের আর বাকি থাকলো কি ?
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:০৭
149266
শেখের পোলা লিখেছেন : তা হলে এবার সিডি করতে হবে৷
১০
199834
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
জোবাইর চৌধুরী লিখেছেন : তেমনি যদি হত তাহলেই হত সত্যিকারের
সুজলা সুফলা সোনার বাংলাদেশ।
কিন্ত আফছোচ তেমনটি হবার সম্ভাবনার আলো কোথাও দেখছিনা।
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
149531
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১১
203822
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৬
সত্য কন্ঠ লিখেছেন : এমন যদি হত কতই না ভালো হত।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০২:০৬
153293
প্যারিস থেকে আমি লিখেছেন : তাইতো আমিও বলি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File