Rose Yahoo! Fighterকি চমৎকার দেখা গেলো,ব্লগারদের ছবি যতYahoo! Fighter Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ মার্চ, ২০১৪, ০৭:০৯:১৫ সন্ধ্যা

মুই স্যরি। আফনারারে না খইয়া আফনারার ছবি দিয়া পোষ্ট দিছি।



কি পবিত্র একখান চেহারা।



এত সুন্দর হাসিমাখা মুখ খুবই কম দেখা যায়।



কি ভাই যুদ্ধে যাচ্ছেন না কি ?



ইয়া মাবুদ আমি এখন কিতা খরতাম।



আকাশের দিকে কি দেখেন ভাই ?



বাক প্রবাসের ছা।



কি ব্লগ লিখতেছেন না কি ?



সুন্দর ছবি ।



নায়ক ভাবতে পারে যে কেও।



এত উদাস কেন ?



দুষ্ট পোলা দুষ্টামিতে ব্যস্হ।



আপনারা কোথায় ? দেশ যে আজ যায় যায়।



সাগর তীরে দাড়িয়ে একা, আছে যেন আস্ত বোকা।হেহে



বস, ফোনে কি বই পাবলিষ্টের অর্ডারটা রাখলেন ?



আমিতো ভাবছিলাম শাহরুখ খান কি না ?



সত্যি হতভাগা।



আহহা।



লজ্জায় মুখ লুকাচ্ছেন না কি ?



বাংলার দামাল মেয়ে আমার সোনার বাংলা গাইতে যাচ্ছে।



মা শা আল্লাহ এত চমৎকার হাসিতে যেন মুক্ত ঝরে।



কো্থায় জিম করেন জনাব ?



কিছুই বললাম না।







যে ফুল আর শিশুদের ভালবাসেনা সে মানুষ খুন করতে পারে।



এত ভালবাসা রাখবো কোথায় ?





নায়ক ফেইল।



মানুষ বেআক্কেল হলে কি হবে মুরগাটা কিন্তু.............।



ছবি বলছে আগামিতে নামে নয় কাজেও সরকারে যেতে পারেন।



চুক চুক,পানির মাঝে অর্ধেক ডুব।

আবছা আধারে।

কিতা খরতাম, এখন আর লেখালেখি বাদ দিতে অইবো। এখন আর খুউব মানষে ফড়েনা। আমার লেখাগুলান না হয় বাদ দিলাম, অনেক ভালো ভালো লেখক হখলোর লেখাও দেখি ফড়া অয় কম। মডুরা আছইন নিজেরে নিয়া ব্যাস্ত। তিনারা কিতা খররা আর তিনারারে বাতাস দিয়া পোষ্ট, সব দেখবা নির্বাচিত পোষ্টে লটখাইন আছে। আরে ভাই নতুন নতুন মানষর নতুন নতুন লেখালুখা তুরাতুরি দিলে ওরাও মজা পাইতো,ব্লগে নিয়মিত অইতো। ব্লগের পাঠক বাড়তো, আমরাও লেখতে মজা পাইতাম।দিন দিন পাঠক কমের হি দিকে কোন খেয়াল নাই।সিলটি লিখলাম,না বুঝলে জানান দিবেন।

(একটু মজা করিলাম)

Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১৯০৭ বার পঠিত, ৬৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197848
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
আবদুস সবুর লিখেছেন : সুন্দর হইছে তো Applause
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
147798
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
197850
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
মাহমুদ আরিফ লিখেছেন : Cook Cook Give Up Give Up
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
147799
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
197853
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
নীল জোছনা লিখেছেন : আমার নামটা পাইলাম না। কষ্ট লাগলো।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
147779
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৫
147832
বাংলার দামাল সন্তান লিখেছেন : এখন আর নীল নাই, সব কিছু ডিজিটাল কালার হয়ে গেছে..........
197856
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আফনারটা খই ?
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
147796
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
197857
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : আফনের মযা ভালা পাইলাম৷
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
147800
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
197858
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : নীল জোছনা লিখেছেন : আমার নামটা পাইলাম না। কষ্ট লাগলো।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
147813
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
147834
বাংলার দামাল সন্তান লিখেছেন : নিউজ ওয়াচ আপনি মামলা করুন, আমি স্বাক্ষী দিমু।
197865
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
147808
প্যারিস থেকে আমি লিখেছেন : Clown Clown Clown
197868
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : আমার নামটা পাইলাম না।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
147815
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আমি মানুষের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিতো, তাই।ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ। আর আমিতো কারো নাম দেইনি।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
147835
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনিতো আগামী দিনের প্রধানমন্ত্রী তাই দেওয়া হয় নাই, এখানে যারা বর্তমানে আছে তাদের ছবি আছে!!!!
197876
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঐ তোরা কে কোথায় আছিস!!! তেহেরে ধর! হেতে আমার ফডোটা দিলনা ক্যান?
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
147820
প্যারিস থেকে আমি লিখেছেন : দুর মিয়া গ্যাঞ্জাম লাগাইবেন না। ইখানো সব মানষর ফটো দিছি। আফনার চেহারা দিমুনে অন্য পোষ্টে।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
147837
বাংলার দামাল সন্তান লিখেছেন : আন্নে কেইচ করেন আঁই সাক্কি অমু, আন্নেরে কতা দিলাম, আন্নের কোন ভরসা নাই, তবুও আন্নে গেঞ্জাম করিয়েন না।
১০
197879
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
আবু জারীর লিখেছেন : বিনা অনুমতিতে আমার ফটু খানা প্রথম দেয়ায় সংক্ষুব্ধ হইলাম শীঘ্রই আন্তর্জাতিক ঘাদানিক আদালতে যাইব।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
147821
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই মাইন্ড খাইলেন নাকি ?:Thinking :Thinking :Thinking
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:২০
147838
বাংলার দামাল সন্তান লিখেছেন : আদালতে যান আমি আপনার পক্ষে লড়বো, আবু জারীর ভাই।
১১
197892
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : কিতারে বা তুই কোত্তুন আইছ, এতাদিন কই গেছিলা লন্ডনি, আঁর লন্ডন যাইবার শখ তোর লগে নিবানি।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:২২
147841
প্যারিস থেকে আমি লিখেছেন : বাংলার দামাল মেয়ে হেতে কি কয়?
১২
197897
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
সিটিজি৪বিডি লিখেছেন : R kono kaam nai?
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
147842
প্যারিস থেকে আমি লিখেছেন : আফনে দেখি বাংলিশ লেখছইন।
১৩
197911
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার হাসি নিয়ে যে প্রশংসা করলেন, মুখ লাগলে কিন্তু খবর আছে।
আপনার এটা এক নতুন ফন্দি। ব্লগে সম্তা জনপ্রিয়তা পাবার জন্য ছবি নিয়ে পোস্ট। মডুদের বলতে হবে, ব্রগে এসব অনিয়ম চর্চা বন্ধ করতে।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
147850
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৪
197914
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : হালার আধা শিক্ষিত মানষরে খেউ দাম দেয়না। মানষে প্যারিস তাকিয়া সিলেটী মাতউত ফাউরিলাইরা।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
147851
প্যারিস থেকে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫
197917
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নীতিমালা লংঘনের কারনে আপনার পোষ্টটি দীর্ঘক্ষন রাখার ব্যবস্থা করা হল । I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
147854
প্যারিস থেকে আমি লিখেছেন : খই রাখছইন জনাব ?
১৬
197919
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার নাম বেকের শেষে!!!! হা মজা পেলূম!!
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:০০
147855
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও মজা দিলুম।
১৭
197962
২৫ মার্চ ২০১৪ রাত ১০:২৩
হতভাগা লিখেছেন : হ্যাঁ সত্যিই হতভাগা ।

কারণ বেঁচে থাকার সময় মানুষ তাকে মনে করেছে দুনিয়ার সবচেয়ে খারাপ লোক হিসেবে । এখনও মানুষ কাউকে স্বৈরাচার বলতে চাইলে তারই সাথে তুলনা করে ।

তার মারা যাবার পর মানুষ এখন দেখতে পাচ্ছে সে যে কাজ করছিল তা আপাত অশান্তির মনে হলেও এখন তা হত শান্তি রক্ষার ও আনার কাজ ।

এই হতভাগা তার কাজ অসমাপ্ত যে কাজ রেখে গেছেন তা দুনিয়াবাসীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে আছে ।
২৫ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
147911
প্যারিস থেকে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৫
148193
আহমদ মুসা লিখেছেন : হতভাগা আসলেই দুনিয়ার মানুষকে হতভাগা করে নিখোজ হয়ে গেলেন। সে যদি অল্প নগন্য সংখ্যাক মানুষকে দুনিয়াতে রেখে না যেত তবে শয়তানের কর্মসূচী বাস্তবায়নের প্রতিনিধি পাওয়া যেত কিনা সন্দেহ ছিল।
১৮
197975
২৫ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
ইক্লিপ্স লিখেছেন : Happy Happy Happy Happy Happy
২৬ মার্চ ২০১৪ রাত ০১:০১
147977
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৯
198153
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
আয়নাশাহ লিখেছেন : সিলেটী লেখার বানান ঠিক আইছেনা। সিলেটী 'ক' বাংলা 'খ'দিয়া, সিলেটী 'প' বাংলার 'ফ' দিয়া ঠিক আয়না মনে অয়। দুইটার উচ্চারণ দুই রকম অয়। কিন্তু সিলেটী ক আর প বাংলা ক আর প এর মাঝখানো থাকে। খ উচ্চারন করতে জোর লাগে কিন্তু সিলেটী ক উচ্চারন করতে কোনো জোর লাগেনা। এ ছাড়াও সিলেটিরা কিছু কিছু কথা কইতে ক এর উচ্চারন একদম বাংলা ক'র লাকানউ করোইন। যেমন কিছ,কিসমিস,কিলা,কি নাম, কিন্তু ইত্যাদি। আবার বাংলা ফ'র উচ্চারনও সিলেটী হকলে ঠিক জোর দিয়ে কইন। যেমন ফাটা,ফাউল,ফাল্গুন,ফেউ ইত্যাদি। এভাবে সিলিটি হকলে প'র উচ্চারনও মাজে মাজে বাংলা প'র লাকান করইন কিন্তু জোর দিয়ে প'রে ফ কইন না। যেমন পাদ কইতে ফাদ কইন না তবে বাংলা পাদ য়ার ফাদ এর মাঝখানে আস্তে সামান্য বাতাস বার করি দেইন। এর লাগি সামান্য পাতলা হূনতে লাগে।
১৯৮৪ সালে সিলেট রেডিওত সিলেটী ভাষায় আমার পয়লা নাটক অভিনয় এবং সম্প্রচার অয়ছিল। অউ সময় সেলেট রেডিও'র নাটক প্রজোযক পরিচালক আছলা তারার লগে এইসব বানান আর কথ্য রিতী লইয়া আমার বেশ কিছু আলোচনা আর শিক্ষা থাকিয়া আমার অভিজ্ঞতা কইলাম। মনে কুন্তা করইন না যে।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৮
148167
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এই ব্যাকরণ সব জায়গায় চলেনা।
এই ব্যাকরণ সব জাহাত ছলেনা।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩১
148170
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই মনে কুন্তা নিয়ার না। তবে একখান খতা, আমি কিন্তু খাটি সিলটি।সিলটর আলো বাতাসো খাইয়া বড় অইছি। সিলটর মাটির গেরান এখনো আমার শরিলো আছে। আফনে যে লাম্বা বয়ান দিছইন অতখান না দিয়া আমার খানো ভুল অইছে অতা খওককা। হাছা খতা অইলো সিলটি লেখা বড় খটিন।
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
148203
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কিসের গিরামার ফিরামার? হগলে আমার ইকাডুমীতে ভর্তি হয়ে যান। আমার ইকাডুমীর কেতাব কুতুবের কোত্থাও 'ভূল' নিয়ে কুনো সমস্যা নেই। যা লিখবেন সব কিচ্চু শুদ্ধ হিসেবে ডিস্কুনারীতে ডুকাইয়া দিমু। বাংলাদেশ'র বেবাগ অঞ্চলের তামাম আলফাজ এহানে খওন যাবো। কুনো সমস্যা নেই।
২৮ মার্চ ২০১৪ সকাল ০৯:১২
148942
আয়নাশাহ লিখেছেন : আমি দুঃখিত ভাই আবারও কিছু বলতে হলো বলে। জানিনা আপনার কি ধারণা, তবে আমার চৌদ্দ পুরুষও সিলেটী,আমারও জন্ম সেখানেই। জীবনের প্রায় চল্লিশ বছর সেখানেই কেটেছে। এর পর প্রবাসে প্রায় দেড় যুগ হয়ে গেলো।
আরেকটা কথা, আমার মন্তব্যকে এভাবে নেবেন এবং রেগে যাবেন জানলে এই মন্তব্য করতাম না।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১২
149022
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই আমি রেগে যাইনি। আর আপনি সিলটি হুনিয়া পরানটা জুড়াইলো।
০১ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৫
150734
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সিলেটী অইতে অইলে সিলেট বিভাগো বাড়ী ওয়া জরুরী নায়। কিন্তু সিলেটী মাত জানা জরুরী। আফনে সিলেটী মাত জানইননি।
তাইলে খউককাঃ আফনার বাড়ী খই? আর মেকুরে হুকইন লইয়া খই গেছে?
২০
198181
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:১৩
ভিশু লিখেছেন : Rolling Eyes Smug
ভালো...Happy Good Luck
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
148172
প্যারিস থেকে আমি লিখেছেন : পোষ্টের সময়ে যারা অন লাইনে ছিলো তাদের ছবি দেয়াতে আপনার এত চমৎকার মধুমাখা মুখটা বাদ পড়িলো বলিয়া আমি আন্তরিক ভাবে দুঃখীত।
২১
198225
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি মচৎকার ফোষ্ট!!!
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৩
148173
প্যারিস থেকে আমি লিখেছেন : অয় অয়রেবা।
২২
198300
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
আহমদ মুসা লিখেছেন : গতকাল আপনার এ ব্লগটি আমি দেখেছি। আমার প্রোফাইলের যে ছবিটা এখানে দিয়েছেন তা আমার বড় মেয়ের দু' বছর বয়সে তোলা ছবি।
আমি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। আমার লেখা ব্লগগুলো অনেক চেষ্টা করেও মান সম্মতভাবে উপস্থাপন করতে পারি না। এটা আমার অযোগ্যতা ও অদক্ষতার প্রামাণ। এ কারণে আমার লিখিত ব্লগের পাঠকও কম। তাই বিভিন্ন নামকরা ও বিখ্যাত ব্লগারদের প্রোফাইল ছবি দিয়ে পোস্ট করা আপনার এ ব্লগটিতে আমার প্রোফাইল ছবি দেখে তেমন খুশী হওয়ার কিছু নেই।
তার পরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিখ্যাতদের মাঝে আমার মত একজন অখ্যাত ব্যক্তির প্রোফাইল ছবি যোগ করার জন্য।
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
148383
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই আমরা সবাই এক দিয়ে শুরু করি, আর আস্তে আস্তে একশতে যাই।
২৩
198325
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আমি নাই!!! Worried Worried Thinking Thinking Crying Crying
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৭
148384
প্যারিস থেকে আমি লিখেছেন : ঐ সময়ে নিশ্চয় আপনি অন লাইনে ছিলেন না,তাই বাদ পড়েছেন। ভবিষ্যতে থাকবেন ইনশা আল্লাহ।
২৪
198343
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
জবলুল হক লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
148385
প্যারিস থেকে আমি লিখেছেন : Clown Clown Clown
২৫
198364
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০০
মামুন আব্দুল্লাহ লিখেছেন : শেষ পর্যন্ত আমার ছবিও!
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
148386
প্যারিস থেকে আমি লিখেছেন : জ্বি অয়।
২৬
198388
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : চমৎকার আইডিয়া তো!
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
148387
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার ছবি কিন্তু ওখানে নাই।
২৭
198541
২৭ মার্চ ২০১৪ রাত ০২:৪৫
অন্য চোখে লিখেছেন : বাকপ্রবাসের ছা
পিটের চামড়া থাকতনা
২৭ মার্চ ২০১৪ রাত ০৩:৩৭
148439
প্যারিস থেকে আমি লিখেছেন :
কিতার লাগি ?(কি জন্য)
২৮
199839
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২০
জোবাইর চৌধুরী লিখেছেন : এখনো পর্যন্ত ঠিক আছে। খুবই সুন্দর হইছে। :D/ Give Up Thumbs Up
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
149530
প্যারিস থেকে আমি লিখেছেন : Clown Clown Clown
২৯
199899
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
চেয়ারম্যান লিখেছেন : পিলাচ অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
149557
প্যারিস থেকে আমি লিখেছেন : Clown Clown Clown

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File