আজি হতে চল্লিশ বছর পরে

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩০:৪৫ বিকাল

আজি হতে চল্লিশ বছর পরে

যারা বেচে থাকবে তারা দেখবে কৌতুহল ভরে

হচ্ছে বিচার মানবাধিকার বিরুধী অপরাধে তাদের

আজকে যারা ছাত্রলীগ করে।

আজকে যারা ধর্ষনের সেঞ্চুরী করে।

কলেজ ভার্সিটিতে যারা অস্ত্রের খেলা করে।

অপর সংগঠনের ছাত্রদের যারা

কুপিয়ে কুপিয়ে মারে।

টেন্ডার বাজি আর চাঁদা বাজি করতে গিয়ে

যারা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে।

বিশ্বজিতকে যারা প্রকাশ্য দিবালোকে

নৃশংস ভাবে খুন করে।

২৮শে অক্টোবরে মানুষ খুন করে যে হায়েনারা

লাশের উপর উল্লাশ নিত্য করে।

পিলখানায় যারা দেশ প্রেমিক সেনাদের

বিডিআর বিদ্রোহের নামে হত্যা করে।

সারা বাংলায় আজকে যারা

কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে

পাখিরমত মানুষ মারে।

লাইসেন্স দাতাদের হচ্ছে বিচার,

আজকে যারা তাদের মদদপুষ্ট সব বাহিনীকে

খুনের লাইলেন্স দিয়ে রেখেছে।

















দয়া করে আপনারা তাদের কু-কির্তীর আরো কিছু ছবি এড করবেন।

বিষয়: রাজনীতি

১৯০৭ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174616
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
সিটিজি৪বিডি লিখেছেন : এই খুনীদেরও একদিন বিচার হবেই হবে। কেউ রেহায় পাবে না।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
127853
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
174618
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমরা দেখতে চাই। সেইদিনের অপেক্ষায় আছি । আগে যুদ্ধাপরাধীদের বিচারটা অন্তত শেষ হোক।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
127854
প্যারিস থেকে আমি লিখেছেন :
এই দিন দিন নয় আরো দিন আছে
এই দিনেরে নিয়ে যাবে সেই দিনের কাছে।
174627
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
জোবাইর চৌধুরী লিখেছেন : হে আল্লাহ এই অন্যায় অসত্যের বিচার যেন হয়।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
127855
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ বিচার হবে।
174641
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
হতভাগা লিখেছেন : এই দুনিয়াতে সম্ভব না
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
127865
প্যারিস থেকে আমি লিখেছেন : ভবিষ্যতই বলে দিবে।
174642
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
127866
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও।
174655
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লেগেছে। +++
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
127874
প্যারিস থেকে আমি লিখেছেন : শুভেচ্ছা থাকলো আপনার প্রতি।
174664
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হায়েনাদের বিচার সময়ের দাবি
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
127924
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ একদিন হবে।
174713
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
জবলুল হক লিখেছেন : দুনিয়ার বদলা দুনিয়াতে হবে ইনশাআল্লাহ্‌।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
127922
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
174733
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৮
বিন হারুন লিখেছেন : ইশ! যদি ৩০ বছর পর দুনিয়ায় আসতাম.
খুব ভাল লাগল.
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
127952
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আমি থাকতেও পারি। ইনশা আল্লাহ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
127954
বিন হারুন লিখেছেন : ইনশা-আল্লাহ.
১০
174744
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
বাকপ্রবাস লিখেছেন : আজি হতে ৪০ বছর পরে
বাঙলা ঢুকে যাবে ভারতের ঘরে
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
127953
প্যারিস থেকে আমি লিখেছেন : তার আগে যে আরেকটা ৭৫ হবে।
১১
174808
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রতিহিংসার যে আগুন বাংলাদেশের রাজনীতিতে জ্বালিয়ে দিয়েছে হাসিনা, এটি এই শতাব্দীর শেষেও বন্ধ হয় কিনা কে জানে?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫১
128082
প্যারিস থেকে আমি লিখেছেন : সব কিছুর বিচার হবে ইনশা আল্লাহ।
১২
175248
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
জারা লিখেছেন : আজি হতে চল্লিশ বছর পরে
বৃটিশদের তৈরী নীল নকশা যাবে একদিন বদলে।
বঙ্গ ভঙ্গ হয়ে যাবে রঙ্গ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৬
128570
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
১৩
180965
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩২
অজানা পথিক লিখেছেন : ইনশাল্লাহ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৪
133830
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
১৪
181020
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৮
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫২
133846
প্যারিস থেকে আমি লিখেছেন : ধইন্যাপাতা।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫০
135245
মুমতাহিনা তাজরি লিখেছেন :
১৫
215194
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০০
শেখের পোলা লিখেছেন : সেই চল্লিশ বছর শুরু হতে যে কত বছর লাগবে তা কি জানা আছে?
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৯
163400
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ সেদিন বেশি দুরে নয়।
১৬
215716
০১ মে ২০১৪ রাত ০৩:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ৪০ বছর পর কি হবে তা নিয়ে আপনার কবিতার শব্দে তুলে ধরা আওয়ামীলীগের কল্পি ট্রায়াল ভাল লেগেছে। এটা বাস্তবতাও।
০১ মে ২০১৪ রাত ০৪:১৩
163960
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আমার নতুন কবিতাটা পড়বেন আশা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File