আমরা সবাই ছাগল, আমাদের এই ছাগলের রাজত্বে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ অক্টোবর, ২০১৩, ০৭:৫৩:০২ সন্ধ্যা
সুন্দরবনের ক্ষতির আশংকায় বাগের হাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের পদক্ষেপ বাতিলের দাবিতে আন্দোলনকারীদের 'ছাগল' বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে তিনি একটি চরম সত্য কথা অকপটে বলে দিয়েছেন।অবশ্য তিনি ও তার দলের মন্ত্রীরা এধরনের কথা হরহামেশা বলতে অভ্যস্ত আছেন। তার কথার সাথে আমি আরোও বাড়িয়ে বলতে চাই " বাংলাদেশীরা আসলেই সবাই ছাগল।" আসলেই আমরা সবাই ছাগল। আমরা যদি ছাগল না হইতাম তাহলে আওয়ামীলীগের মত একটা ফ্যাসিস্ট দল এতদিন ক্ষমতায় থাকে কিভাবে ! আর শেখ হাসিনার মত একজন রাগী,দেমাগি ও বদমেজাজী নারী কি করে একটা দেশের প্রধানমন্ত্রী হন !
পৃথিবীর অন্য কোন দেশে এটা সম্ভব কি না, বা এ ধরনের কোন প্রধানমন্ত্রী আছেন কি না আমার জানা নেই। আমার মনে পড়ে ২০০৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের কথা। এই দেশে নির্বাচনের পূর্বে প্রধান দুই প্রার্থীর মধ্যে টেলিভিশনের সামনে লাইভ বিতর্ক হয়ে থাকে। তৎকালীন সরকার দলীয় প্রার্থী ছিলেন নিকোলা সারকোজি আর সোসালিষ্ট দলের প্রার্থী ছিলেন সেগোলিন রয়্যাল। আমরা সবাই জানতাম নিকোলা সারকোজি একজন রাগী মানুষ, তাই বিতর্কে তিনি রেগে যাবেন আর এটাকে পূঁজি করে সেগোলিন রয়্যাল প্রেসিডেন্ট হয়ে যাবেন।কেননা সেগোলিন রয়্যাল মানুষ হিসাবে ছিলেন সারকোজির থেকে অপেক্ষাকৃত নরম মেজাজের।
কিন্তু বিতর্ক অনুষ্টানে সারকোজির বুদ্ধির কাছে রয়্যাল হেরে যান। সারকোজি তার বুদ্ধি দিয়ে সেগোলিন রয়্যালকে সামান্য ক্ষেপিয়ে তুলেন । আর এতেই সেগোলিন রয়্যালের জনপ্রিয়তার হার নেমে আসে এবং তিনি নির্বাচনেও হেরে যান। কারন ফ্রান্সের মানুষ মনে করে সামান্যতে যিনি রেগে যান তাকে দিয়ে আর যাই হোক দেশ চালানো সম্ভব নয়।
আমাদের দেশে ঠিক তার উল্টো। আমাদের দেশে যিনি সবচেয়ে বেশি গলাবাজি করতে পারেন, অকাতরে মানুষ খুন করাতে পারেন, অসভ্য ভাষায় অন্যকে গালিগালাজ করতে পারেন তা সে সংসদে হোক আর পল্টন ময়দানে হোন আর জাতি সংঘের ভাষনে হোক,তিনিই ক্ষমতায় যাবেন এবং প্রধানমন্ত্রী হবেন। তা না হলে-
$$ বাবা সহ পরিবারে সকলের হত্যার বদলা নিতে দেশে এসেছি, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবনা যিনি বলতে পারেন ।
$$ একটা লাশের বদলে দশটি লাশ চাই, যিনি বলতে পারেন।
$$ লগি বৈঠা নিয়ে রাজপথ দখল করতে হবে, প্রকাশ্যে মানুষ খুনের হুকুম যিনি দিতে পারেন।
$$ রাতের আধারে আলো নিভিয়ে যিনি মানুষ হত্যা করতে পারেন।
$$ সংসদ ও সংসদের বাইরে যে কোন বক্তৃতায় যিনি অপরকে নোংরা ও অশালিন ভাষায় গালিগালাজ করতে পারেন।
$$ যার দলের প্রতিটি মানুষের কথায় মাস্তানি ফোটে উঠে।
$$ যারা প্রতিটি কথায় অন্যকে আংগুল দেখিয়ে কথা বলে।
$$ যাদের কাছে দেশের সম্মানিত মানুষগুলো অপমানিত ও অপদস্ত হয় প্রতিনিয়ত।
তিনি এবং তার দল কিভাবে ক্ষমতায় আসে! আমরা ছাগল না হলে কি তারা ক্ষমতায় আসতে পারতো ? আমরা বাংলাদেশের মানুষ সত্যিই ছাগল হয়ে আছি।
শেষ করবো একটি গানের প্যারোডি দিয়ে :
মুল গানটি এরকম-
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?
এটাকে প্যারোডি করলে কি দাঁড়ায় দেখা যাক -----
আমরা সবাই ছাগল আমাদের এই ছাগলের রাজত্বে-
নইলে মোদের ছাগলের সনে মিলব কী স্বত্বে ?
বিষয়: রাজনীতি
৩০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন