Skull Skull ব্লগারদের উদ্দেশ্যে একগুচ্ছ ছন্দ ছড়া Skull Skull পড়ে দেখুন আপনার কথাই বলছি Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ আগস্ট, ২০১৩, ০৩:৩৫:১৯ দুপুর

মাঝে মাঝে ঢু মেরে যাই বিডিটুডের ব্লগে

চমৎকার সব লেখা লিখেন টুডের ব্লগার সবে।


ব্লগ খুলেই পয়লা আমি আমার পাতায় যাই

খুশিতে মন ভরে উঠে যদি নতুন মন্তব্য পাই।

মন্তব্য যদি একটাও না থাকে নিজের পাতায়

মনটা আমার বিষিয়ে উঠে ব্যাথা ধরে মাথায়।


চট জলদি চলে যাই ভাই অদেখা সব জবাবে

আমার মন্তব্যের জবাব দিলেন কোন ব্লগারে কিভাবে।

একে একে পড়ে যাই সব পড়ার আমন্ত্রন যা ছিলো

মন্তব্য দিতে কার্পন্য করিনা প্রিয়রা আমায় যা দিলো।


তার পরেতে এক দুই করে ব্লগের পাতায় এগিয়ে যাই

পড়ি এবং মন্তব্য করি যতটা সময় আমি পাই।

একসময়ে খুঁজতে থাকি প্রিয়দের সব লেখাগুলো

এভাবেতেই চলছে দেখ আমার অলস দিনগুলো।


নতুন ব্লগার অনেক এসেছে নতুন নতুন লেখা নিয়ে

ব্লগের পাতা সব ভরে যায় নতুনদের সেরা লেখা দিয়ে।

নতুন পুরাতন সবাই মিলে ব্লগের পাতা জমছে বেশ

সত্য সুন্দর স্বপ্ন মোদের, সুন্দর রাখবো ব্লগের পরিবেশ।


দিনে দিনে বাড়ছে ব্লগার ভিজিটররা নাই কেন

সব পোষ্টেরই পঠিতের সংখ্যা দিনে দিনে হীন্ যেন।

পাঠক যদি না থাকে ভাই, মন্তব্য যদি নাই মিলে

কষ্ট করে আপনার লেখায় আমি যাব কোন দিলে।
(মনে)

কথাগুলো শুধু আমার না, আশা করি সকল ব্লগারের মনের কথা বলতে পেরেছি।

বিষয়: বিবিধ

১৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File