Rose Rose Rose অন্যরকম এক ঈদ পূনর্মিলনী আয়োজন Rose Rose Rose আসুন সবাই মিলিত হই এক মোহনায়

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৯ আগস্ট, ২০১৩, ১২:০৩:১০ রাত



সালাম ও শুভেচ্ছা সহ ঈদ মোবারক

রাহমাত মাগফিরাত আর নাযাতের মাস পেরিয়ে আজ পবিত্র ঈদ।প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,ঈদ মানে ঈদের খুশি বিলিয়ে দেয়ার আনন্দ।

হা সম্মানিত ব্লগার ও ভিজিটর, ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমাদের আয়োজন অন্যরকম এক ঈদ পূনর্মিলনী

আসুন আমরা সবাই মিলিত হই এক মোহনায়। আমাদের এবারের শ্লোগান

আজ ঈদ আনন্দ, ঈদ আনন্দ প্রতি প্রানে প্রানে

ছড়িয়ে দেব সবার মাঝে আমাদের এই আয়োজনে


আসুন সবাই,আমরা এ আয়োজনকে করে তুলি সফল ও স্বার্থক।আমরা সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করি এই পূণর্মিলনীর আয়োজন থেকে। এখানেই শেয়ার করি আমাদের ঈদের ঘঠে যাওয়া ছোট ছোট স্মৃতি গুলো।

বিষয়: বিবিধ

৪২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File