টুডে ব্লগের উন্নয়ন কাজ চলছে, অতপর..............।
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ আগস্ট, ২০১৩, ০১:২৮:৩৮ রাত
মাঝে মধ্যে উপরুক্ত শিরোনামে সম্পাদকরে পক্ষ থেকে পোষ্ট দেয়া হয়।ভেতরে বলা হয় ব্লগের উন্নয়নে কাজ চলছে তাই ব্লগ ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে,ইত্যাদি ইত্যাদি।
এধরনের পোষ্ট দেখার পর ব্লগ ব্যবহারে সমস্যা হলেও আমরা মাথা পেতে নেই এই আশায় যে সাময়িক সমস্যা হলেও এর থেকে আমরা খুব শীঘ্রই নিস্তার পেতে যাচ্ছি।
কিন্তু আমাদের আশায় গুড়েবালি।যেই লাউ,সেই কদু এরকমই।দেখা গেলো আগে একটা সমস্যা ছিলো, উন্নয়ন কাজে ওটা ঠিক হয়েছে কিন্তু নতুন করে আরো সমস্যা সৃষ্টি হচ্ছে।
বর্তমানে এরকম কিছু সমস্যা দেখা দিয়েছে।
প্রথমত, আপনি একটা পোষ্ট দিয়ে আপনার ব্যাক্তিগত পাতায় গিয়ে খোঁজলে ওটা আর পাওয়া যায়না।
দ্বিতীয়ত, বর্তমানে ব্লগ পরিসংখ্যান কাজ করছেনা।আমি গতকাল ৮৩ তম পোষ্ট দিয়েছি,অথচ ব্লগ পরিসংখ্যান বলছে ৮২ টি। আজ ৩ দিন থেকে দেখছি আমার ব্লগ পঠিত হয়েছে সেই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছেনা।তেমনি মন্তব্য করেছেন ও প্রতি মন্তব্য করেছেন সংখ্যারও কোনো পরিবর্তন নেই।যদি এই হয় তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে কি উন্নয়ন কাজ হয়েছে?
আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তড়িৎ সমাধান করবেন।
বিষয়: বিবিধ
১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন