হুররে গোলাম আযমের ফাঁসী হবে

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ জুলাই, ২০১৩, ০১:৪২:১৬ রাত



কি মজা, আর মাত্র কয়েক ঘন্টা পর গোলাম আযমের ফাঁসীর রায় হবে।থুক্কু, গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় হবে।রায়ে যে গোলাম আযমকে ফাঁসী দেয়া হবে সেটা সকলেই জানেন বলে আগেই বলে দিলাম ফাঁসীর রায় হবে।এর পরও সেটা দেখার জন্য পুরো জাতি(!) অপেক্ষায় আছে।

কি মজা, ৯০ বছরের বেশী বয়স্ক একজন বুড়ো মানুষকে আমাদের সরকার বাহাদুর ফাঁসী দিতে যাচ্ছে,যার এক পা কবরে আর এক পা জমিনে।তাকে ফাঁসী দিলে দেশের কি লাভ ? হা দেশের লাভ আছে,আর তাহলো দেশ কলংক মুক্ত হবে(!), মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মানুষগুলোর আত্বা শান্তি পাবে(!) ।

কি কলংক মুক্ত হবে দেশ ?

হা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অনেক অপরাধ করেছেন এই গোলাম আযম।হাজার হাজার মানুষ খুন করেছেন,হাজার হাজার নারীদের ধর্ষন করেছেন, ঘর বাড়ি লুটপাট করেছেন,জ্বালিয়ে দিয়েছেন,হিন্দু সম্পত্তি দখল করেছেন।আর এ সমস্ত তিনি শুধু একা করেন নি, তিনি করেছেন এবং তার সাংগ পাংগ দিয়ে করিয়েছেন।এত বড় কলংকের বুঝা নিয়ে তিনি এ দুনিয়ায় আছেন এটাতো আর মেনে নেয়া যায়না,তাই তার ফাঁসীর মধ্য দিয়ে জাতি এই কলংক থেকে মুক্তি পাবে(!)।

আর এতে করে যারা সেই সময়ে মারা গিয়েছেন তাদের আত্বা শান্তি পাবে(!)।

উপরুক্ত কাজগুলো গোলাম আযম করেছেন সেটা আমি দিখিনি, তবে আমি শুনেছি। আর এই শুনা থেকেই আমি গোলাম আযমের ফাঁসীর দাবী জানাচ্ছি।আমি শাহবাগে গিয়েছি, আন্দোলন শুরু করেছি, আজোও জড়ো হয়েছি ফাঁসীর দাবীতে।কিন্তু আমি ৭১ দেখিনি, দেখিনি ৭১ এর গনহত্যা বা গনধর্ষন।আমি শুনেছি,পড়েছি ইতিহাসে।যদিও আমি জানি আমার দেশের ইতিহাস যে যার মত করে তৈরী করে।রাজনৈতিক দৃষ্টিকোনের বাইরে গিয়ে ইতিহাস লেখা হয়েছে এরকম দু'একটি ইতিহাসের বই পাওয়া খুবই দুষ্কর।কিন্তু এর পরও আমি ফাঁসী চাই।

সবচেয়ে মজার বিষয় হলো, উপরুক্ত দুষগুলোর একটাও আমি আমার এই বয়সে গোলাম আযমের চরিত্রে দেখিনি।আমি দেখিনি তার দেয়া নেতৃত্বে পরিচালিত সংগঠনের নেতা কর্মীদের মধ্যে।৭১ সাল ও তার পরবর্তী আজকের এই সময় পর্যন্ত এই সমস্ত কর্মগুলি আমাদের সমাজে অহরহ হচ্ছে, কিন্তু এর সাথে জড়িত আছে বলে কোথাও গোলাম আযম বা তার সাংগ পাংগর নাম আমরা শুনিনি।

আমাদের চোঁখের সামনে হাজারোও মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত হচ্ছে, আমাদের চোঁখের সামনে ৪ বছর বয়সের নার্সারীতে পড়ুয়া ছোট্ট মেয়েটি ধর্ষিত হচ্ছে,স্কুল কলেজের মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারছেনা রাস্তা থেকেই তুলে নিয়ে ধর্ষন করা হচ্ছে,প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে,ছাত্ররা তাদের ন্যায্য দাবী আদায়ে রাস্তায় নামলে তাদের উপর চালানো হচ্ছে নির্যাতন, আমার বাবার বয়েসী লোকটার দাড়িতে ধরে অপমান ও নির্যাতন করা হচ্ছে, আমার স্কুলের শিক্ষক তার ন্যায্য পাওনা আদায়ে রাস্তায় নামলে তার উপর চালানো হচ্ছে পুলিশি নির্যাতন,ঘরের ভিতর ঢুকে সাগর-রুনিকে হত্যা করা হচ্ছে, রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, হুকুম দিয়ে দিয়ে মানুষ মারা হচ্ছে, পিলখানায় আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, এ সমস্ত বিষয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই। এই সমস্ত অপরাধের জন্য আমি কারো বিচার বা ফাঁসী দাবী করিনা।

আমি যা দেখিনি তার বিচার চাই, বিচার নয় ফাঁসী চাই।

বিষয়: বিবিধ

২৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File