কবি আল মাহমুদের জন্মদিনে শুভেচ্ছা ও ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনী

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১২ জুলাই, ২০১৩, ০৭:৪৩:৫৪ সকাল



বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কবি আল মাহমুদের ৭৮তম জন্মদিন ছিল গতকাল।পবিত্র রামাদ্বানের প্রথম দিন হলেও সকাল থেকেই পাঠক, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুজ কবিদের আগমনে ভিড় লেগে যায় কবির ফ্ল্যাটে। অনেকে ফোন করে শুভেচ্ছা জানান।যদিও এই কবির জন্মদিনে বরাবরের মত নিরব থাকে আমাদের সরকার বাহাদুর।পাছে যদি মৌলবাদি হয়ে যান এই ভয়ে।জানিনা কিসের ভয়ে নির্জীব ছিলো আমাদের টুডে ব্লগ ও ব্লগাররাও। অথচ কবি ভক্ত অসংখ্য ব্লগার এই ব্লগে নিয়মিত লেখালেখি করে থাকেন।

আজ যদি কবি আল মাহমুদের জন্মদিন না হয়ে অন্য কোনো স্যেকুলার কবির জন্মদিন হত তাহলে আমরা দেখতাম কতশত লেখায় ব্লগ ভরে আছে।আমার বুঝে আসেনা আমরা কেন আমাদের মানুষগুলোকে যথাযত সম্মান দেখাতে পারিনা।কবি আল মাহমুদ একসময় স্যেকুলার ছিলেন,তখন তাকে নিয়ে মাথামাতির কমতি ছিলোনা,তিনি ছিলেন বাংলাদেশের প্রধান কবি।এখনো বাংলাদেশের প্রধান কবি হিসাবেই আমরা তাকে জানি। কিন্তু তিনি যখন ঐপথ ছেড়ে সিরাতুল মুস্তাকিমের পথ ধরলেন তখনই অনেকেই তাকে প্রধান কবি হিসাবে মানতে নারাজ। কিছু যায় আসেনা, আমরা জাতি হিসাবে ঐ রকমই।আমরা আমাদের জাতীয় অনেক বিষয়ে কখনো একমত হতে পারিনা। রাজনীতির নিষ্টুর হাত সময় সময় থাবা ফেলে আমাদের উপর আর বামপন্হিরাতো লেগেই আছে যাতে আমরা এক জাতীতে পরিনত হতে না পারি।

১৯৯৪ সালের কোনো একদিন আমাদের পার্শ্ববর্তি বিয়ানীবাজার উপজেলায় এক সাহিত্য সাংস্কৃতিক প্রোগ্রামে দেখা হয়েছিলো সময়ের সাহসী কবি,কবি আল মাহমুদকে। এই প্রথম খুব কাছে থেকে দেখেছিলাম

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে শেষে

হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে


অর্থাৎ নোলক কবিতার রচয়িতাকে।তিনি ছিলেন সেই প্রোগ্রামের প্রধান অতিথি।তখন তিনি মুখে মাত্র দাড়ি রেখেছিলেন।সাংস্কৃতিক প্রোগ্রামে তিনি চমৎকার সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেছিলেন। তরুন-যুবকদের সৎ পথে চলার আহবান জানিয়েছিলেন।একটি সুন্দর সোনালী সকালের স্বপ্ন দেখিয়েছিলেন। এখনো কানে বাজে তার কথাগুলো।তিনি বলেছিলেন,

একসময় আমার মুখে দাড়ি ছিলোনা, আমি নষ্ট সমাজের বাসিন্ধা ছিলাম, কবিতায় ফুটে উঠতো নষ্টামী আর ভ্রষ্টামী।তখন সবাই আমাকে একজন সেরা কবি হিসাবে মান্য করতো,সম্মান দেখাতো। এখন আর আমি নষ্ট কবি নই, আমি পথের সন্ধান পেয়েছি,সিরাতুল মুস্তাকিমের।তাই এখন আর আমাকে ওরা কবি হিসাবে স্বীকৃতি দিতেও রাজি না।কিন্তু আমি আমার পথে আছি অবিচল।কোনো ভন্ডামি আমার মধ্যে নেই।


সেই কবির জন্মদিনে টুডে ব্লগও পারলোনা কবির উপর লেখা একটা পোষ্ট ষ্টিকি করতে! দু'একজন ব্লগার লিখেছেন কবিকে নিয়ে।তাদের লেখা ব্লগ কর্তৃপক্ষের পছন্দ না হলে সম্পাদকের পক্ষ থেকে হলেও কবিকে নিয়ে অন্তত একদিনের জন্য একটা লেখা ষ্টিকি করা প্রয়োজন ছিল।

কবি আল মাহমুদ একজনই। তারমত আরো একজন কবি কি বর্তমান বাংলাদেশে আছেন ? কতশত কবি আছেন হাজারো মানুষের ভীড়ে,কিন্তু আল মাহমুদ একজনই। তাই কবির জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।



বিষয়: বিবিধ

৩২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File