এটাও কি সম্ভব (!)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ জুলাই, ২০১৩, ০৭:০০:৩৪ সন্ধ্যা
২ জুলাই ১২ টা ৩৫ মিনিটে আপনার সন্তানকে কিভাবে বড় করবেন সে দায়িত্ব আপনার এই শিরোনামে একটা লেখা পোষ্ট করি। যাতে আমি দুটি গল্প তুলে ধরি। গল্প নাম্বার-১ ছিলো প্যারিসের আমার পরিচিত এক পরিবারের মা ও তার সন্তানের কথা। আর গল্প নাম্বার-২ ছিলো আমার ও আমার ৬ বছর বয়সের ভাগনার কথা।পোষ্টে দুটো ফুটফুটে বাচ্চার ছবিও দিয়েছিলাম।
Click this link
দূঃখজনক হলেও সত্য যে আমার লেখাটাকে কপি করে অন্য একটা ছবি দিয়ে আজ ৯ টা ৩৮ মিনিটে ব্লগার "গনঅভ্যুত্থানের ডাক" সন্তানকে উত্তম চরিত্রবান হিসেবে গড়ে তুলার দায়িত্ব তার পরিবারের শিরোনামে পোষ্ট দেন । যা দেখে আমি রীতিমত হতাশ। বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
উল্লেখ্য আমি আমার এই লেখাটি প্যারিসের একটি অনলাইন পত্রিকায় দিয়েছি।
Click this link
বিষয়: বিবিধ
২২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন