মিলন মেলা পোষ্ট {১১} বিষয় : বাবার আদর ও শাসন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৯ জুন, ২০১৩, ০৬:৫৭:৫৩ সন্ধ্যা
আসসালামু আলাইকুম। আজকের মিলন মেলার ১১শ আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্যারিস থেকে আমি।
সাধারণতঃ গল্প, রচনা, কিংবা ব্লগ। সবখানে সবাই মা'কে নিয়েই লিখেন।সবার লেখনির মাঝে মায়ের স্নেহ আদর আর ভালোবাসার চিত্র ফুটে উঠে।সচরাচর বাবাকে নিয়ে লেখা চোঁখে পড়েনা।অথচ বাবা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই উপলব্দি থেকেই আজকের আসরের জন্য বেঁচে নেয়া হয়েছে বাবাকে।সম্মানিত ব্লগার ও সুপ্রিয় পাঠক মিলন মেলার আজকের বিষয় : বাবার আদর ও শাসন ।
কত স্নেহ, আদর, ভালোবাসা আর মধুর শাসনের মধ্যে বাবা আমাদের বড় করেন। ভয়ে যে বাবার চোঁখের সামনে দাঁড়াতে পারিনি , সেই বাবাই রাতের শেষভাগে আমাদের কল্যাণের জন্য দু'হাত তুলেন মনিবের দরবারে।আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সোপান গড়ে দেয়ার লক্ষ্যে বাবা করে যান অক্লান্ত পরিশ্রম।আজ আমরা শেয়ার করবো সেই বাবাকে নিয়ে যত কিছু।যেমনঃ-
¤ বাবা আমাকে কতটা ভালবাসতেন?
¤ আমি বাবাকে কতটা ভালবাসি বা ভালবেসেছিলাম?
¤ বাবা কিভাবে আমার শাসন করেছেন?
¤ বাবার আদর ও শাসন যারা পাননি তাদের বেড়ে উঠার কাহিনী ও মানসিক অবস্তা।
¤ যারা বাবা হয়েছি তাদের মানসিক অবস্তা।
¤ বাবা হয়েও যারা সন্তানদের ছেড়ে প্রবাসে আছেন, তাদের মানসিক অবস্তা।
¤ বয়োজৈষ্ঠ্য বাবার প্রতি আমাদের করণীয়।
শুরু হোক তাহলে আজকের আড্ডা। শেয়ার করি আমাদের মনের গহীনে লুকানো কথামালা একে অপরের সাথে।সবার জন্য রইলো শুভ কামনা।
লক্ষনীয়ঃ
¤ মিলন মেলাঃ সবার জন্য উম্মুক্ত, তবে নাস্তিকদের ‘না’ বলে।
¤ মিলন মেলাঃ জ্ঞানপিপাসু আর আড্ডাবাজ ব্লগারদের মতামত শেয়ারের অনবদ্য প্লাটফরম।
¤ মিলন মেলাঃ রুচিশীলতা আর সত্য ও কল্যাণের পথে এক ব্যতিক্রমী পদক্ষেপ।
বিষয়: বিবিধ
৩৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন