$$$$$ তোমার ভাবনায় $$$$$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ জুন, ২০১৩, ০৮:০০:০৭ রাত
কত নির্ঘুম রাত আমি কাটিয়েছি
তোমার ভাবনায়।
কত রাত,কত সময় সে হিসাব আমি জানিনা।
শুধু ভাবি,তোমার ভাবনায় যদি ডুবে থাকা যেত
অনন্তকাল।
জানি, সে সুযোগ আমি পাবনা।
বুকের ঐ মাঝখানটায় একটা যন্ত্রনা
আমি তোমাতে শান্তনা খুঁজি।
জানি,পৃথিবীর তাবত শান্তনা তোমার মাঝে।
যখন, আমি ছিলাম খুবই অসহায়
পৃথিবীর আলো বাতাসের থেকেও দুরে
তুমিই আমাকে করেছ লালন,
দিয়েছ নিরাপত্তা।
তারপর থেকে তুমি ছিলে আমার
প্রতিটা প্রদক্ষেপে,প্রতিটা মুহুর্তে।
এখনো আছ।
মায়া মমতায় আমাকে বেঁধে রেখেছ
হাত ধরে ঠেনে এনেছ তোমার পথে।
কুরআনের জানালা দিয়ে আমি দেখেছি
পরবর্তী দুনিয়া,জেনেছি অতীত।
আমি ভাবনায় থাকি।
এ ক্ষনকাল জীবনে তুমি যেমনি ছিলে
তোমার রহম করম আর মমতা নিয়ে।
থাকবে কি পরবর্তী দুনিয়ার
অনন্তকালের জীবনে,
রাখবে কি তোমার কাছাকাছি
হে মালিক আমার।
বিষয়: সাহিত্য
২০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন