একটি কবিতা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুন, ২০১৩, ০৫:৩২:০৫ বিকাল
আমাকে উপহাস করোনা বন্ধু,
তোমার আমার জন্ম
একফোটা জমাট বাধা অপবিত্র পানি থেকে।
না না, আমি বলছিনা
বলেছেন, তোমার আমার আমাদের মালিক
তার শাশ্বত কালামে।
আমি তোমাকে শুধু মনে করিয়ে দিলাম।
তুমি অহংকার করোনা বন্ধু,
তোমার অহংকার কিসের?
সুরৌম্য অট্টালিকা তোমার আছে বলে।
খুঁজে দেখ তোমার ঐ অট্টালিকার পরতে পরতে
আমার বিন্দু বিন্দু ঘাম পড়ে আছে।
আমি ছিলাম বলেইতো তোমার ঐ
অট্টালিকা মাথা তুলে দাড়াতে পারছে।
চোঁখ বুঁজে দেখ, অট্টালিকা তোমার না।
আর অহংকার!
সেতো তোমার আমার মালিকের চাদর।
তুমি আমাকে হত্যা করোনা বন্ধু।
তাহলে, তোমাকেও যে হত্যা করা হবে।
তোমার অনেক শক্তি তাইনা!
তোমাকে কেও হত্যা করতে পারেনা ভাবছো?
হা, তোমার অনেক শক্তি।
তোমাকে কেও হত্যা করতে পারেনা ঠিকই।
কিন্তু, ইতিহাস।
ইতিহাস পৃথিবীর তাবত সক্তিগুলোকে হত্যা করেছে।
সকল জালিমকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত করেছে।
আসলে কবিতা হয়েছে কি না জানিনা। চেষ্টা করেছি মাত্র। কবিতার নাম দিবেন আপনারা।
বিষয়: সাহিত্য
৩১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন