মিলন মেলার আড্ডায় যারা এলেন তাদের মন্তব্যগুলো ছন্দে ছন্দে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ জুন, ২০১৩, ১২:১০:৩৯ রাত
আড্ডায় যারা হাজির থেকে মন্তব্য করেন তাদের নাম ও মন্তব্যগুলো গুলো ছন্দে ছন্দে।
আবু তাহের মিয়াজীর ব্লগে
বসলো মেলার আসর
বিষয় ছিলো মাকে নিয়ে
মায়ের স্নেহ আদর।
একে একে অনেক এলেন
ব্লগার নামী দামী
প্রথম হলাম এই আসরে
প্যারিস থেকে আমি।
আধা শিক্ষিত মানুষ এলেন
আমি আসার পরে
একে একে সবাই এলেন
মাকে স্মরন করে।
ব্যাক্তি জীবনে,চরিত্র গঠনে
সমাজ গঠনে মা
বাকপ্রবাস এসে জানিয়ে দিলেন
মায়ের প্রয়োজনীয়তা।
সন্তানেরই বেহেশত হলো
মায়ের পায়ের নীচে
জানিয়ে দিলেন এমন কথা
লেখা আছে হাদীসে।
সিটিজি৪বিডি এসে জানান
মায়ের কথা তার
হজ্জ করিয়া ফিরে এসে মা
তেমন কথা বলেন না আর।
বাবা মাকে বৃদ্ধাশ্রমে
রেখেছে যারা আজ
মোহাম্মদ লোকমান এসে বলেন
ঠিক হলোনা এমন কাজ।
মা'ই আপন মা'ই জীবন
এসে বললেন হককথা
আকবার এসে জানতে চাইলেন
মেলার বাধ্যবাধকতা।
সন্তানের মুখে খাবার তুলে দেন
মা নিজের মুখে না নিয়ে
কেকের ঝুড়ি হাতে নিয়ে
জারা বললেন তাই দিয়ে।
আইল্যান্ড স্কাই এসে জানান
মায়ের ভালবাসার কথা
নবীর হাদীস জানিয়ে দিলেন
মেলার আসর বসলো যেথা।
সানবাংলা এলেন,নেহায়েত এলেন
আরো এলেন সিকদার
মায়ের ভালবাসার কথা
সবাই বললেন চমৎকার।
প্রবাসী আব্দুল্লাহ শাহীন
বরাবরের মত
মাকে নিয়ে ছন্দে ছন্দে
কবিতা দিলেন যত।
মা'ই হলো এই ধরনীর
সবচেয়ে বড় আপনজন
জানিয়ে দিলেন এমন কথা
ব্লগার তরিকুল হাসান।
নুর আয়েশা সিদ্দিকা জেদ্দা
আজকের আসরে এলেন
জাকির নায়েকের হাদীসের ব্যাখ্যা
মোদের জানিয়ে গেলেন।
পেটে ক্ষুদা নিয়ে এলেন
সবার প্রিয় দ্য স্লেভ
তাহার কাছে পাঠিয়ে দিলাম
জারার আনা যত কেক।
ব্লগার কবি আবু আশফাক
মাকে নিয়ে লিখে যান
নিশান শাহীন তার কষ্টের কথা
এসে মোদেরকে জানান।
একবার এসে মিশেল ওবামা
বলছি'লেন হতাশার বাণী
ডে কেয়ারে রাখছেন সন্তান
ওল্ড হাউসের কাহিনী।
রক্তলাল এসে জুড়ে দিলেন
নানা বাড়ির কথা
প্রতি শনিবার দেখা হবে
জানিয়ে দিলাম আমি তা।
বিষয়: সাহিত্য
৩০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন