Rose Rose Rose মিলন মেলা সমাচার(৬) ছন্দে ছন্দে Rose Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৬ মে, ২০১৩, ০২:৪৮:৩৫ দুপুর

সম্মানিত ব্লগার ও ভিজিটরদের অবগতির জন্য জানাচ্ছি যে মিলন মেলার আসর বসে প্রতি শনিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টায়, এবং তা চলে একটানা ৩ ঘন্টা। অনেক সুন্দর সুন্দর বিষয়বস্তু দিয়ে মিলন মেলার আসর সাজানো হয়। অনেকেই আসেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।একের পর এক যুক্তি তর্কে জমে উঠে মিলন মেলা তাই আপনিও আসুন। যথা সময়ে আসতে না পারলে পরে একবার ঘুরে যান মিলন মেলায়। গতকাল শনিবারও যথাসময়ে আসর বসে। বিষয় ছিলো "নামায এবং নামাযের সমাজ" এবিষয়ের আলোকে অনেকেই তাদের মতামত ব্যাক্ত করেছেন।আমি সেই মতামত গুলোকে ছন্দে ছন্দে আপনাদের সামনে তুলে ধরছি।

Rose

মিলন মেলার আজকের আসর বসলো যথাসময়

নামায এবং নামাযের সমাজ ছিলো আজকের বিষয়।

Rose

বিচার দিনের কঠিন সময় নামায দিবে মুক্তি

এই কথাটা বুঝাতে এসে অনেকেই দিলেন যুক্তি।

Rose

নামায ছাড়া পার পাবেনা বিচার দিনের মাঠে

পার পাবেনা নামায ছাড়া পুলসিরাতের ঘাটে।

Rose

সকল কাজের আগে সবাই নামায গিয়ে পড়

সবাই মিলে ঐক্য হয়ে নামাযি সমাজ গড়।

Rose

অশ্লীলতা আর বেহায়াপনা নামায করে দুর

যথা সময়ে নামায পড় থাকনা যতই দুর।

Rose

নামায শিখায় শৃংখলা,নামায শিখায় সময় জ্ঞান

গড়ে তুলি নামাযি সমাজ এতেই পাবো পরিত্রান।

Rose

এমন ভাবে নামায পড় যেন আল্লাহ তোমার সামনে

মনটাকে দাও আরশপানে দেহ রাখ যমীনে।

Rose

আল্লাহর ধ্যানে পড়লে নামায রুহ আসবে নামাযে

তারই প্রভাব পড়বে দেখ ঘুনে ধরা এই সমাজে।

Rose

বিচার দিনে পার যেন পাই এটাই মোদের প্রত্যাশা

শনিবারের আসরে থাকবেন সবাই রাখি মনে এই আশা।

বিষয়: বিবিধ

১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File