Rose @};আজকের মিলন মেলায় যারা হাজির ছিলেন তাদের সবার জন্য একগুচ্ছ উপহার। Rose @};

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ মে, ২০১৩, ১২:২৭:৫১ রাত

মিলন মেলার আড্ডার আসর

আজকে বসলো যখন

কবি মানুষ কাব্য নিয়ে

বাকপ্রবাস আসলেন তখন।

Good Luck

গণহত্যার বিষয় ছিলো

আজকের আসরে

ছড়া/কবিতা মাথায় আসছেনা

বললেন আবু আশফাকে।

Good Luck

সিটিজি৪বিডি এসে

দিলেন আশার বাণী

গণহত্যার বিচার হবে

ক্ষমতায় এলে রানী।(১৮দল)

Good Luck

রানী যদি না আসে ভাই

ফিরে ক্ষমতায়

ক্যামনে আবার বিচার হবে

মিলন মেলা জানতে চায়।

Good Luck

একটু পরেই এলাম যখন

প্যারিস থেকে আমি

মধ্য মনি হয়ে গেলাম

সবাই দিলো চুমি।(মজা করলাম)

Good Luck

আবদুল্লাহ শাহীন প্রবাসী হয়েও

আছেন সবার সাথে

মন্তব্য আর জবাব দিলেন

সবাই বুঝেন যাতে।

Good Luck

চারটি গণহত্যা দেখেছেন তিনি

বললেন ইবনে হাসেম

আবু আশফাক চাইলেন আবার

আসুক ইবনে কাশেম।(সিন্ধু বিজয়ী)

Good Luck

আধা শিক্ষিত মানুষ তিনি

নয়তো পুরা শিক্ষিত

সব আসরে থাকেন তিনি

করতে মোদের দীক্ষিত।

Good Luck

বিচারের ভার আল্লাহর উপর

রাখলেন শেখের পোলা

এমন ভাবে বললেন তিনি

যেন আগুনের গুলা।

Good Luck

মানবাধিকারের চেয়ারম্যান মিজান

হাসিনার কোলে

এই খবরটা জানিয়ে দিতে

তিতুমীর মাথা তুলে।

Good Luck

আবু জারির কথা বললেন

দার্শনিকের মত

তার কথাই মেনে নিলাম

আমরা ছিলাম যত।

Good Luck

সবার শেষে আব্দুল গাফ্ফার এলেন

চকলেট হাতে নিয়ে

সবাই খেলাম মজা করে

মেলার আসর জমিয়ে।

Good Luck

মিষ্টি হাতে জারা এলেন

এলেন অনেক পরে

তখনকার মত মিলন মেলার

আড্ডা গেছে মরে।

Good Luck

মিলন মেলার আসর বসে

প্রতি শনিবার

বাংলা সময় সন্ধা ৭ টায়

সবাইকে স্বাগত বারবার।

বিষয়: বিবিধ

২১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File