নব বর্ষের শুভক্ষনে আপনাদেরকে উৎসর্গিত একটি..........................................।

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৪ এপ্রিল, ২০১৩, ০২:২০:৪৮ রাত



আমি কোন কবি নই, নই কোন সাহিত্যিক।খেয়ালের বশে মাঝে মধ্যে ব্লগে লিখি। একটা লিখা পোষ্ট করার পর অপেক্ষায় থাকি আমার পোষ্টকৃত লেখাটি কতজনে পড়লো, আর কতজনে মন্তব্য করলো। কোন ভালো লেখক এরকম অপেক্ষায় থাকেন না বলেই আমার বিশ্বাস। আমি থাকি, কেননা আমি কোন ভালো লেখকের মধ্যে পড়িনা।

আমার অগোচালো লেখা পোষ্ট করার পর অনেকেই পড়েন। তার মধ্য থেকে কেও কেও মন্তব্য করেন। আমার লেখার পক্ষে এবং বিপক্ষে মন্তব্য আসে। পক্ষে হোক আর বিপক্ষে হোক মন্তব্য আসলে আমি প্রীত হই।তাই যারা পড়েন আর যারা মন্তব্য করেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ।

আজ বাংলা বছরের পয়লা দিন। বিডিটুডে ব্লগের সাথে যারা জড়িত , ভিজিটর ও ব্লগার সবাইকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে নিন্মোক্ত কবিতাটি উৎসর্গ করলাম।

কবিতা

এলো বৈশাখ বছর ঘুরে ফের

এলো বৈশাখ এলোরে,

দুঃখ কষ্ট গ্লানি বুঝি সব

গত হয়ে আজ গেলোরে।।

এলো বুঝি আজ নতুন দিন

নতুন করে গান শোনাবার,

এলো বুঝি আজ নতুন সময়

নবীনেরে বুকে জড়াবার।।

এলো বুঝি আজ নব উদ্যোমে

নতুন করে কবিতা লিখার,

এলো বুঝি আজ সেই নব যুগ

নতুন যুবাদের জাগাবার।।

এলো বুঝি আজ সেই শুভক্ষন

নতুন গল্প রচনার,

এলো বুঝি আজ সকলে মিলে

নতুন করে শপথ নিবার।।

বিষয়: সাহিত্য

২২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File