সন্ত্রাসিদের সরজন্ত্রএর শিকার বঙ্গবন্ধুর প্রেমিক কাওছার আহমেদ

লিখেছেন লিখেছেন হক নিউজ ০২ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৮:০৬ দুপুর

সন্ত্রাসিদের সরজন্ত্রএর শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতির পিতার একনিষ্ঠ প্রেমিক কুমিল্লা সদরের চান্দপুর (শামসু চেয়ারম্যান) বাড়ীর কবি কাওছার আহমেদ

দক্ষিণ কোরিয়ার সরকারি চাকুরির মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে ফিরে এসেছেন, স্বাধীনতার ঘুসক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রেমিক কাওছার আহমেদ, দেশ , স্বাধীনতা , মানুষের অধিকার , বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গকন্যা শেখ হাসিনা কে নিয়ে ১৮০ টি কবিতা যে স্তানে বসে লিখেছেন, সন্ত্রাসি, (ব্যালিক্কা চারু) বাহিনীর হাতে জিম্মি কাওছার আহমেদ এর পুরো পরিবার, তিনি এখন আজ আর তার সেই চিরচেনা স্থানে বসে কবিতা লিখতে পারছেনা, এমনকি সন্ত্রাসিরা তাকে এলাকা ছাড়তে বাধ্য করেছে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে, আত্মীয়কে বিদেশ নেওয়ার কথা বলে ডাক্তার এমদাদুল ইসলাম ৫ লক্ষ্য টাকা নিয়ে যায়, বিদেশ না নিতে পাড়ায় কবি কাওছার আহমেদ এর বড় ভাই টাকার দাবি করলে ডাক্তার এমদাদুল ইসলাম, ব্যালিক্কা চারু, বড় বাড়ীর সেলিম, তারু চেয়ারম্যান বাড়ীর বাইটা হুমায়ুন, বড় বাড়ীর রিগান, খেয়া ঘাটের মানিক মিয়ার ছেলে সজল গং কবি কাওছার আহমেদ এর বড় ভাইকে মারধর করে এবং পত্রিকাতে চাঁদা দাবির কথা বলে সংবাদ প্রকাশ করে এবং কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে, মামলা নং ঃ ৭৩/৭৬২, তারপর থেকে শুরু হয় যথারীতি পুলিশ ই ও সন্ত্রাসি হয়রানি , যার ফলে গত ১১/০৮/১০১৪ইং হতে অদ্দবদি পরযন্ত এলাকায় যেতে পারছেনা কবি কাওছার আহমেদ ও তার পরিবারের লোক জন, তাই উপাইয়ান্ত না দেখে পত্রিকার মাদ্দমে সরকারের কাছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর প্রেমিক কবি কাওছার আহমেদ অনুরধ করে সহযোগিতা কামনা করছে।

কবি কাওছার আহমেদ

পিতাঃ মৃতঃ সুলতান আহমেদ

গ্রামঃ চান্দপুর (সামসু চেয়ারম্যান বাড়ি )

থানাঃ কোতোয়ালি মডেল

জেলাঃ কুমিল্লা।

মোবাইলঃ ০১৭১১-৯৪১৫৭৯

http://www.facebook.com/স্বাধীনতার চোখ

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260808
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
কাহাফ লিখেছেন : আওয়ামীলীগ করে তার এমন অবস্হা বিশ্বাস যোগ্য মনে হচ্ছে না........ ওদের জন্যে তো সাত খুন মাফ........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File