হে মানবাধিকার ডঃমিজানুর রহমান, হে কম্পিঊটার জাফর ইকবাল, হে কার্টুন আনিসুল হক, হে দুর্নিতি টিআইবি...আপনাদের সবাইকে অভিবাদন,
লিখেছেন লিখেছেন মুক্ত আকাশ ০১ মার্চ, ২০১৩, ০৮:৫৪:৩৯ সকাল
প্রতিদিন ভিন্নমতের প্পত্রিকা আমর দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম হকারদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে......প্রতিনিয়ত পাখির মত গুলি করে মানুষ মারছে পুলিশ....থানায় নিয়ে পায়ে গুলি করছে পুলিশ...নির্বিচারে মানুষ ধরে জেলে পোরা হচ্ছে...ধর্মকে নিয়ে নোংরা অশ্লিল গালাগালি দেয় যারা, তারা আছে বহাল তবিয়তে সরকারের দুধ কলা খেয়ে।আর যারা প্রতিবাদ করছেন, তাদের পুলিশ পায়ের তলে ফেলে পিষে দিচ্ছে।
হে মানবাধিকার ডঃমিজানুর রহমান, হে কম্পিঊটার জাফর ইকবাল, হে কার্টুন আনিসুল হক, হে দুর্নিতি টিআইবি...আপনাদের সবাইকে অভিবাদন, মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে গড়তে অসাধারন ভুমিকা রাখার জন্য।
কারন, মুক্তি যুদ্ধের চেতনাই হল আওয়ামী লীগ।আওয়ামী লীগই হল মুক্তিযুদ্ধ।
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন