মিডিয়ার চোখে খাটি ইসলাম বিষেষজ্ঞ

লিখেছেন লিখেছেন মুক্ত আকাশ ০৯ এপ্রিল, ২০১৩, ১০:০৮:৫৬ রাত

রোগের চিকিতসা করতে হলে ডাক্তারী সার্টিফিকেত লাগে, লাগে সে বিষয়ে ব্যাপক পড়াশুনা। জানতে হয় মানব শরীরের গতি প্রকৃতি, রোগের কার্যকারন ও তার চিকিৎসা পদ্ধতি।

একটি বড় স্থাপনা বানাতে লাগে প্রকৌশল বিদ্যায় পারদর্শিতা। জানতে হয় স্থাপনা বানানোর নিয়ম কানুন,বৈজ্ঞানিক নিরীক্ষা, থাকতে হয় পরিবেশ ও প্রতিবেশগত পরিষ্কার ধ্যান ধারনা।

যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি হন এমন যিনি সমর কৌশল, মেধা সামরিক প্রজ্ঞা ও অভিজ্ঞতায় অনন্য।

শুধু ধর্মের বেলায় ফতোয়া দিতে তেমন কোন যোগ্যতা লাগেনা। কোন একটি বাংলা বই থেকে গড় গড় করে পড়ে যান, পবিত্র কুরানে্র বাংলা অনুবাদ "ধর্মে কোন জবরদস্তি নেই"। কিংবা বলে যান, বোখারী শরিফে আছে ";লাকুম দিনিকুম ওয়াল ঈয়া দ্বীন" অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। তারপর জোর গলায় বলুন "মাদ্রাসায় যারা কোরান হাদীস বিষয়ে দীর্ঘদিন পড়াশুনা করে ডিগ্রী অর্জন করছে, শিক্ষা দিচ্ছে কিংবা শিক্ষা নিচ্ছে...ওরা আসলে কাঠমোল্লা। ওরা ধর্মের কিছুই বোঝেনা। ওরা ধর্মের অপব্যাখ্যা করে।"

ব্যাস! মিডিয়ার চোখে আপনি হয়ে ঊঠতে পারেন শিক্ষিত আধুনিক উদারমনস্ক খাটি ইসলাম বিষেষজ্ঞ...যিনি অত্যান্ত সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে কাঠমোল্লাদের সব চালাকি ধরে ফেলে জাতিকে ধর্মের সঠিক দিশা দিয়ে থাকেন।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File