মাতৃভুমির মা নও ।

লিখেছেন লিখেছেন tritiomot ২৯ মার্চ, ২০১৩, ১১:১৯:৩৮ রাত





তোমাকে আমার চিনতে বড় ইচ্ছে হয়, তবুও পারিনা চিনতে, তোমাকে আমার ভালবাসতে ইচ্ছে হয়, পারিনা ভালবাসতে । তোমাকে আমার দেখতে বড় ইচ্ছে হয়, পারিনা তোমায় দেখতে , তোমার বুকে ঘুমাতে বড় ইচ্ছা হয়, তবু পারিনা ঘুমাতে । তোমার বুকে কাঁদতে বড় ইচ্ছা হয়, তবু পারিনা কাঁদতে,

তোমার বুকে কথা বলতে ইচ্ছা হয়, পারিনা কথা বলতে । তোমার বুকে কত দুঃখী দেখেছো কি ভেবে, তোমার হাতে কত রক্ত লেগে আছে বটে।

তোমার বুকে সন্ত্রাসীরা ঘোরে দাপটে, তোমার ছেলে পাইনা খেতে সহজ হওয়াতে।

তোমার বুকে ঘুষখোরেরা সাধু সেজে রই, তাই তো তাদের দেখে আমি বড় লজ্জা পাই।

তোমার বুকে নাস্তিকেরা করে আস্ফালন, র্ধামিকেরা তাই নিয়ে করে আন্দোলন।



বিষয়: সাহিত্য

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File