হায় ! শাহদীন মালিক, জামায়াত–শিবিরকে ‘আত্মসমর্পণ’ করতে হবে ,এ লজ্জা রাখি কোথায় (পর্ব-1)

লিখেছেন লিখেছেন tritiomot ১৭ মার্চ, ২০১৩, ০৪:৫৭:১৪ বিকাল



গতকাল 16.3.2013 তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের নাগরিক সমাজের ব্যানারে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য প্রকাশ করে ।

নাগরিক সমাজের সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অজয় রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, মোহাম্মদ ফরাসউদ্দিন, আকবর আলি খান, অধ্যাপক আবদুল মান্নান, সারওয়ার আলী, মুহম্মদ জাফর ইকবাল, আবেদ খান, সুলতানা কামাল, সেলিনা হোসেন, শাহদীন মালিক প্রমুখ।

এখানে কে কি বলবেন তা অনেকে হয়ত জানেন। কিন্তু দুজন ব্যক্তির দিকে সবার বেশী নজর ছিল, তার একজন ডঃ আকবর আলী খান ও আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক । ডঃ আকবর আলী খান তার স্বভাব সুলভ ভঙ্গীতে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সমস্যার সমাধানের জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কিন্তু, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক কেন এ পরামর্শ দিলেন তা বোধগম্য নয়।

জামায়াত–শিবির সম্পর্কে তিনি বলেন,

ক) বিশেষ ক্ষমতা আইনের ২০ ধারা অনুযায়ী জামায়াত–শিবিরকে ‘আত্মসমর্পণের’ সুযোগ দিয়ে তাদের নিষিদ্ধ করা যেতে পারে ।

খ) তিনি বলেন, সাম্প্রাতিক সময়ে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যত্রুম পর্যালোচনা করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করা যেতে পারে।

তাকে দীর্ঘদিন যাবৎ একজন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ বলেই জানি ।সাম্প্রতিক সময়ে কিছু টক শো তে দেখা গেছে, নিজের গায়ে দোষ আসে এমন কথা না বলে তিনি কৌশলে এড়িয়ে গেছেন । সত্য কথা সাহসের সাথে বলতে না পারা একটি অপরাধ। যাইহোক, হয়ত তিনি চুপ থেকে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। কিন্তু নাগরিক সমাজের সম্মেলনে তিনি যে সুপারিশ করেছেন , তা কী জেনে বুঝে করেছেন, নাকি সম্মেলনে সবাইকে খুশি করার জন্য সংবিধানের ধারা পেশ করেছেন।

তার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে ।

ক) জামায়াত–শিবির কী আন্ডার গ্রাউন্ডের নিষিদ্ধ কোন সংগঠন যে তাদেরকে ‘আত্মসমর্পণের’ সুযোগ দিয়ে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন ?

খ) আপনি একজন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ হিসাবে বলুন,মানুষের আত্মনিয়ন্ত্রনাধীন অধিকার আছে কিনা ?

গ) গনতান্ত্রিক রাষ্ট্রে সরকার কর্তৃক অনিয়মের প্রতিবাদস্বরুপ সভা, সমাবেশ, করার অধিকার সংবিধান দেয় কিনা?

ঘ) সকল নাগরিকের সমান সুযোগ ও অধিকার সংবিধানে রয়েছে কিনা ?

ঙ) জানমালের নিরাপত্তা রক্ষার অধিকার শুধু কি শাহবাগওয়ালাদের, নাকি সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের অধিকার ? আপনার কাছে উপরের জিজ্ঞাসার পাশাপাশি নিচের বিষয়টি বিবেচনার জন্য পেশ করলাম।

চলমান পাতা-২

বিষয়: রাজনীতি

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File