*“স্বরণীয় মানুষ, অসংলগ্ন উক্তি”

লিখেছেন লিখেছেন tritiomot ০৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৫:১৯ দুপুর







1. “হাসিনা চিরদিন ক্ষমতায় থাকবে ”- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ত্রাণ মন্ত্রী

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায়, সূত্র, ঢাকাটাইমস২৪, ১১/১১/২০১৪

2. “বাংলাদেশ-ভারত তো অভিন্ন দেশ।”- আসাদুজ্জামান খান কামাল ,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত মৈত্রী উৎসবে,বাংলামেইল, 31/10/2014

3. “আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্ট ,শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।” শেখ হাসিনা প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে ২৬/০৮/২০১৪, শীর্ষ নিউজ

4. “আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গডফাদারের মা।”- বেগম খালেদা জিয়া ,বিএনপি চেয়ারপারসন

রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লক্ষ্মীপুরে গুম-খুন হওয়া নেতা-কর্মীর পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় সুত্র, শীর্ষনিউজ, ১৫/০৬/২০১৪

5. “কী, আমি কি ভয় পাই? এগুলো কি আদালত অবমাননা হবে, এটা কোনো বিষয় নয়, আমি পরোয়া করি না ।” শেখ হাসিনা প্রধানমন্ত্রী

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে .সুত্র, বাংলামেইল২৪, ০১/০৬/২০১৪

6. “এত চিন্তা করো না আগাইতে থাকো।” শামীম ওসমান আওয়ামী লীগ নেতা

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে ফোনে, সুত্র, আরটিএনএন, ২৩/০৫/২০১৪

7. “গুম নয় শব্দটি হবে নিখোঁজ, এসব সারা পৃথিবীতেই হয়; এত বড় প্লেন (মালয়েশিয়ার নিখোঁজ বিমান) আড়াইশ’ যাত্রী নিয়ে এতো দিন ধরে নিখোঁজ।”

সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম এসেছে, তাদের বিচার হবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে

সুত্র, আরটিএনএন, ০৮/০৫/২০১৪

8. “দুই একটা সাংবাদিকের গলা কেটে ফেললে কিছুই হবে না।”- শরিফুল ইসলাম

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ করতে গেলে,সুত্র, শীর্ষনিউজ, ০৫/০৫/২০১৪

9. “কথা না শুনলে বাড়ি পাঠিয়ে দেয়া হবে।- মোহাম্মদ নাসিম ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে সুত্র, মানবজমিন, ২৩৫/০৯/২০১৩

নিটি অব বাংলাদেশ (ট্রাব) নামের একটি সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

10. “ছাত্রলীগকে চাকরি দিতে হবে, রেজাল্টের প্রয়োজন নেই ।”- অধ্যাপক আবদুল আজিজ

আওয়ামীপন্থি নীল দলের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যাকয় ,সুত্র, প্রথম আলো, ১৭/০৩/২০১৪

11. “আগে জামাত-শিবির নিমূর্ল হোক তারপর নির্বাচন ।”- হাসানুল হক ইনু ,তথ্যমন্ত্রী

রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ নেতা নুরুল ইসলাম ডালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে,সুত্র, আমারদেশ, ০৬/০৩/২০১৪

12. “ আওয়ামী লীগের এই নৌকা নূহ নবীর সেই কিস্তি যা দিয়ে তিনি মানবজাতিকে উদ্ধার করেছিলেন।” শেখ হাসিনা সভানেত্রী, আওয়ামী লীগ

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় ,সুত্র, নতুনবার্তা, ২৬/১২/২০১৩

13. “খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে ।”শেখ হাসিনা ,প্রধানমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় ।সুত্র, আরটিএনএন, ২১/১২/২০১৩

14. “লক্ষ্য ছিল ১৪ ডিসেম্বরের আগে একজনের রায় কার্যকর, সেটা হয়েছে।” শেখ হাসিনা ,প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলো, ১৪/১২/২০১৩

15. “আমাদের পদত্যাগপত্র পেশ করাটা সংবিধানসম্মত হয়নি ।” ব্যারিস্টার শফিক আহমেদ ,আইনমন্ত্রী

পদত্যাগ নিয়ে সাংবিধানের অপব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে নাস্তনাবুদ হয়ে,সুত্র, আরটিএনএন, ১২/১১/২০১৩

16. “বেগম সাহেব, আপনাদের পিঠের হাড্ডি থাকবেনা।” মাঈনুদ্দিন খান বাদল সংসদ সদস্য ও জাসদ নেতা

নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেত্রীকে লক্ষ্য করে সুত্র, বাংলামেইল২৪,০৫/১১/২০১৩

17. “খালেদা ক্ষমতায় এলে মেয়েদের ৪ সতিনের ঘর করতে হবে।” মতিয়া চৌধুরী ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য

ঢাকায় ১৪ দল আয়োজিত সমাবেশে ,সুত্র, নয়া দিগন্ত, ০২/১১/২০১৩

18. “সুন্দরবন নিয়ে ছাগলদের চেঁচামেঁচিতে বিভ্রান্ত হবেন না ।” শেখ হাসিনা ,প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে

সুত্র, টাইমনিউজবিডি, ০৫/১০/২০১৩

19. “মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি ।” সজীব ওয়াজেদ জয়,প্রধানমন্ত্রীর ছেলে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুচিন্তা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন আয়োজিত ‘রূপকল্প-২০২১: গত ৫ বছরের অর্জন এবং আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সুত্র, আরটিএনএন, ১৩/০৯/২০১

20. “ওনার তেঁতুলতত্ত্বের তেঁতুল বিরোধী দলের নেত্রী কি না, আমি জানি না। তিনি তো সাজগোজ করে থাকেন। দেখলে এমনি লোভ লাগতে পারে।” শেখ হাসিনা ,প্রধানমন্ত্রী উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় ,সুত্র, প্রথম আলো, ০৩/০৯/২০১৩

বিষয়: বিবিধ

১৮২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291463
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : ভাল লাগ্লো , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
291465
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০২
ভিশু লিখেছেন : আমি হিন্দুও না, মুসলিমও নই - আশ্রাফ।
291468
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
হতভাগা লিখেছেন : রাজনীতিবিদেরা থাকতে দেশে জোকার তথা বিনোদনের অভাব হবে না।
291475
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রাজনৈতিক বক্তৃতা দান আর স্বাভাবিক অবস্থা দুরকম। বক্তৃতা দানকালে মানুষ অনেক কিছুই মুখ ফস্কে বলে ফেলতে পারে। তা নিয়ে আলোচনা সমালোচনা করার কিছু নেই। তথাপিও মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
291506
০৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File