দেশ চলবে মদীনা সনদের ভিত্তিতে, প্রধানমন্ত্রী। দেখা যাক মদীনা সনদে কী আছে ?
লিখেছেন লিখেছেন tritiomot ১৪ এপ্রিল, ২০১৩, ০৭:৩৯:৩০ সন্ধ্যা
৬২২ খ্রীস্টাব্দের ২৪শে সেপ্টেম্বর ইসলাম ধর্মের প্রবতক হযরত মুহাম্মদ (সাঃ) মদিনা নগরীতে হিজরতের করেন। এসময় সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় গুলোর মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ। তাই কলহে লিপ্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত মুহাম্মদ (সা ৪৭ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা পৃথিবীর ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এর প্রথম ১০ ধারায় বলা হয় যে, মুহাজির (দেশত্যাগী বা যারা মক্কা থেকে মদীনায় হিজরত করেছিল), বনু আউফ, বনু সাইদা, বনু হারিস, বনু জুশাম, বনু নাজ্জার, বনু আমর, বনু নবীত ও বনু আউস পূর্বহারে মুসলমানদের মধ্যে প্রচলিত নিয়মনীতি এবং ন্যায়বিচারের ভিত্তিতে পণের মাধ্যমে বন্দীদের মুক্ত করবে। ১১ থেকে ২০ ধারায় মুসলমানদের পারষ্পরিক সম্পর্ক সম্পর্কিত আইন বিধৃত হয়। ২১ থেকে ২৬ ধারায় হত্যাকারীর শাস্তি, কোনো মুসলমান কোনো অন্যায়কারীকে আশ্রয় দিলে তার শাস্তি, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদী বিষয়ক আইন সন্নিবেশিত হয়। ২৭ থেকে ৩৬ ধারায় সন্নিবেশিত হয় বিভিন্ন গোত্রের স্বরুপ সম্পর্কিত বিধান। পরবর্তী ধারাসমূহে যুদ্ধনীতি, নাগরিকদের ক্ষতির ক্ষতিপূরণ, নিজ নিজ ব্যয় নির্বাহ, এ সনদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেউ যুদ্ধে লিপ্ত হলে তার ব্যাপারে ব্যবস্থা, বন্ধুর দুষ্কর্ম, যুদ্ধের ব্যয় নির্বাহ, নাগরিকের অধিকার, আশ্রয়দানকারী ও আশ্রিতের সম্পর্ক, নারীর আশ্রয়, সনদের স্বাক্ষরকারীদের মধ্যে শান্তি ভঙ্গের আশন্কা দেখা দিলে করণীয়, কুরাইশদের ব্যাপারে ব্যবস্থা, মদীনার উপর অতর্কিত আক্রমণ হলে করণীয় ইত্যাদি সন্নিবেশিত হয়। বিশ্বের ইতিহাসে এটিই প্রথম লিখিত চুক্তি ও সংবিধান। ঐতিহাসিক পি.কে. হিট্টির মতে-" Out of the religious community of all Madinah the later and largest state of Islam arose" অর্থ্যাৎ মদীনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্হাপন করে। উক্ত সংবিধানে সকল পক্ষ মেনে নিয়ে স্বাক্ষর দান করেছিল।
মদীনা সনদের মূল বিষয়বস্তু ছিল:
১. এটি নবী মুহাম্মাদ (সাঃ) হতে (জারীকৃত) একটি দলিল, যার ভিত্তিতে মুমিন, কুরাইশ ও ইয়াসরিব (মদীনার) গোত্রভূক্ত মুসলিম, এবং যারা তাদের অনুসারী কিংবা তাদের সাথে কর্মের বন্ধনে (বা লেনদেনে) আবদ্ধ, তাদের সকলের পারষ্পরিক সম্পর্ক নির্ধারিত হবে। তারা সকলে মিলে এক জাতিগোষ্ঠী- একটি উম্মাহ হিসেবে পরিগণিত হবে।
২. কুরাইশ মুহাজিরগণ তাদের প্রচলিত প্রথা অনুযায়ী রক্তপণ আদায় করতে থাকবে।
৩. যে কোন যুদ্ধে যুদ্ধবন্দীদেরকে দয়া এবং ইনসাফপূর্ণ রীতিতে ব্যবহার করা হবে, যা মুমীনদের স্বভাবসুলভ। (জাহেলীযুগের প্রচলিত সহিংসতা এবং শ্রেণীভেদ বর্জনীয়)
৪. বনি আউফ (মদীনার একটি মূল গোত্র) তাদের মধ্যকার রক্তপণ নির্ধারণ করবে, তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী।
৫. যে কোন যুদ্ধে, যদিও তা মুসলিম বাদে অপর গোত্রগুলোর মধ্যেও সংঘটিত হয়, সে ক্ষেত্রেও যুদ্ধবন্দীদের প্রতি দয়াদ্র এবং ইনসাফপূর্ণ আচরণ করতে হবে, ইসলামপূর্ব রীতিতে নয়।
৬. বনি সা'য়েদা, বনি হারিছ, বনি জুশাম এবং বনি নাজ্জারও উপরোক্ত মূলনীতি অনুযায়ী পরিচালিত হবে।
৭. বনি আমর, বনি আউফ, বানি আন-নাবিত এবং বনি আল আউসও একই মূলনীতি অনুসরণ করবে।
৮. বিশ্বাসী মুসলিমগণ তাদের যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য মুক্তিপণের ব্যবস্হা করবে, এবং এ দায়িত্ব সামগ্রিকভাবে উম্মাহ (জাতিগোষ্ঠী)-এর সকলের উপরেই বর্তাবে, শুধুমাত্র সংশ্লিষ্ট পরিবারের উপরে নয়।
৯. কোন মু'মিন অপর মু'মিনের ইচ্ছার বিরুদ্ধে তার আজাদকৃত দাসের সাথে মিত্রতা গড়ে তুলবে না।
১০. আল্লাহকে ভয় করে এমন সকল মু'মিন, যেকোন ধরণের বিশ্বাসঘাতকদের প্রতিরোধ করবে। সেই সাথে যারাই (জুলম) বেইনসাফি, পাপাচার, দূর্নীতি কিংবা শত্রুতার ইন্ধনদাতা তাদেরকে প্রতিরোধ করবে।
১১. এ ধরণের কার্যক্রমে জড়িত যে কেউ, এমনকি সে যদি আপন পুত্র বা স্বজনদের মধ্য হতেও হয়, তাকেও ছাড় দেয়া হবেনা।
১২. কোন মু'মিন অপর কোন মু'মিন ভাইকে হত্যা করবে না, কোন কাফিরের স্বার্থে (এমনকি সে কাফির যদি তার নিকটাত্নীয়ও হয়)।
১৩. কোন বিশ্বাসী মু'মিন কোন কাফিরকে অপর বিশ্বাসী মু'মিনের বিরুদ্ধে সহায়তা করবে না।
১৪. আল্লাহর নামে দেয়া সুরক্ষা সকলের জন্যই মান্য এবং প্রযোজ্য হবে। মু'মিনদের মধ্যে দূর্বলতম কেউ যদি কাউকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তা সকল মু'মিনের জন্য অবশ্যপালনীয় হবে।
১৫. সকল বিশ্বাসী মু'মিন (গোত্র নির্বিশেষে) পরষ্পর বন্ধু হিসেবে পরিগণিত হবে।
১৬. যে সকল ইহুদী মু'মিনদের মিত্র হবে, তাদেরকে সকল প্রকার সহায়তা করা হবে, এবং তাদের সমানাধিকার স্বীকৃত হবে। (রাষ্ট্রের আনুগত্য স্বীকার সাপেক্ষে তারা অর্থনৈতিক, সামাজিক এবং আইনগত সকল অধিকার ভোগ করবে)
১৭. কোন ইহুদীকেই ইহুদী হওয়ার জন্য কোন প্রকার বৈষম্য করা হবেনা।
১৮. ইহুদীদের শত্রুদের (এমনকি সে যদি বিশ্বাসীদের মিত্রও হয়) সহায়তা করা হবে না।
১৯. মদীনার অধিবাসীদের সাথে আংশিক শান্তিচুক্তি অগ্রহনযোগ্য। (অর্থ্যাৎ মদীনার অধিবাসী সকলে একই শত্রুতা বা মিত্রতার অধীন, আলাদা আলাদা ভাবে নয়)
২০. মু'মিনগণ যখন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত থাকবে, সে যুদ্ধাবস্হায় মদীনার কারো সাথে আলাদাভাবে মিত্রতা চুক্তি করা যাবেনা।
২১. যুদ্ধাবস্হা বা শান্তির সময়কার সকল শর্তাবলী, এবং অবস্হাসমূহ মদীনার সকলের উপরেই সমভাবে প্রযোজ্য হবে।
২২. যে কোন যুদ্ধযাত্রায়, একজন ঘোড়সওয়ার একজন সহযোদ্ধার সাথে তার বাহন ভাগাভাগি করবে।
২৩. একজন মু'মিন আল্লাহর পথে লড়াই রত অপর বিশ্বাসী মু'মিনের রক্তের প্রতিশোধ নেবে।
২৪. বিশ্বাসী মু'মিনগণ ঈমানের বলে বলীয়ান এবং কুফরের বিরুদ্ধে দৃঢ়পদ, এবং ফলশ্রুতিতে আল্লাহর প্রদত্ত হিদায়েতের সম্মানে ভুষিত। অপরাপর গোত্রসমূহও এ মর্যাদা অর্জনে অভিলাষী হওয়া উচিৎ।
২৫. কোন কাফির মক্কার কুরাইশদের (যুদ্ধলব্ধ) শত্রুসম্পত্তি নিজ আওতায় রাখার অধিকার রাখেনা। যেকোন শত্রু সম্পত্তি রাষ্ট্রের জিম্মায় প্রত্যার্পন করতে হবে।
২৬. কোন কাফির/অবিশ্বাসী কুরাইশদের সপক্ষে সুপারিশ করবে না কেননা কুরাইশগন মদীনা নিবাসীদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে।
২৭. যদি কোন কাফির কোন মু'মিনকে হত্যা করে, কোন যথাযথ কারণ ব্যতীত- তবে তাকেও হত্যা করা হবে, যতক্ষণ না তার স্বজনেরা সন্তষ্ট হয়। সকল মু'মিন এ ধরণের খুনীর বিপক্ষে থাকবে এবং হত্যাকারীকে কখনোই আশ্রয় বা প্রশ্রয় দেবেনা।
২৮. কোন ব্যাপারে পারষ্পরিক মতবিরোধের ক্ষেত্রে সে'টি সমাধানের জন্য আল্লাহ ও তার রাসূল (সাঃ)- এর কাছে ন্যস্ত করা হবে।
২৯. ইহুদীরাও যে কোন যুদ্ধে সহযোগিতায় মু'মিনদের সাথে সমভাবে অবদান রাখবে।
৩০. বনি আউফ গোত্রের অধীন ইহুদীগণ মু'মিনদের সাথে একই সমাজের অধীন হিসেবে পরিগণিত হবে। তাদের মুক্ত গোলামদের জন্যও একই বিধান প্রযোজ্য হবে। যারা অন্যায় এবং পাপাচারে লিপ্ত, তাদের এবং তাদের পরিবারবর্গের জন্য এ ঘোষণা প্রযোজ্য হবে না।
৩১. বনি নাজ্জার, বনি আল হারিস, বনি সায়েদা, বনি জুশাম, বনি আল আউস, সা'লাবা এবং জাফনা এবং বনি শুতাইবা গোত্রভূক্ত সকল ইহুদীদের জন্যও উপরোক্ত ঘোষণা প্রযোজ্য হবে।
৩২. আস্হা এবং আনুগত্যই বিশ্বাসঘাতকতার দূর্বলতার প্রতিষেধক।
৩৩. সা'লাবা গোত্রের আজাদকৃত দাস, সা'লাবা গোত্রের সমান মর্যাদার অধিকারী হবে। এ সমানাধিকার প্রযোজ্য হবে ভারসাম্যপূর্ণ লেনদেন, যথার্থ নাগরিক দায়িত্ব পালন এবং যুদ্ধে অংশগ্রহনে।
৩৪. যারা ইহুদীদের সাথে মিত্রতা চুক্তিতে আবদ্ধ, তাদের সাথে সেমতেই আচরণ করা হবে।
৩৫. এ চুক্তিনামায় অংশীদার কেউই মুহাম্মাদ (সাঃ)- এর অনুমতি ব্যতিরেকে যুদ্ধ যাত্রা করতে পারবে না। যে কোন অন্যায়ের প্রতিবিধান করা হবে।
৩৬. যে কেউ কোনধরণের সতর্কবার্তা ব্যতীত অন্যায়ভাবে অপরকে হত্যা করলে সে নিজেকে এমনকি তার পরিবারবর্গকে হত্যার যোগ্য করে তুলবে।
৩৭. মুসলিম এবং ইহুদী, উভয়েই তাদের নিজ নিজ যুদ্ধযাত্রার খরচ বহন করবে।
৩৮. যেকোন বহিঃশত্রুর আক্রমণে, উভয়েই একে অপরের নিরাপত্তাবিধানে এগিয়ে আসবে।
৩৯. চুক্তিবদ্ধ সকল পক্ষই পারষ্পরিক মন্ত্রণা এবং পরামর্শে অংশ নেবে।
৪০. আস্হা এবং আনুগত্যই বিশ্বাসঘাতকতার দূর্বলতার প্রতিষেধক। যারা পারষ্পরিক পরামর্শকে অবজ্ঞা করে তারা মূলতঃ আস্হা এবং আনুগত্যের সংকটে ভুগে।
৪১. কোন ব্যক্তি তার মিত্রদের কাজের দায় বহন করবে না।
৪২. কারো প্রতি জুলম করা হলে তার সহায়তা করা সকলের অবশ্যকর্তব্য।
৪৩. ইহুদীরা কোন যুদ্ধে অংশ না নিলেও সে যুদ্ধের খরচ বহনে সহায়তা করবে।
৪৪. চুক্তিবদ্ধ সকলের জন্য ইয়াসরিব (মদীনা) হবে নিরাপত্তার শহর।
৪৫. কোন অপরিচিত ব্যক্তি চুক্তিভুক্ত যে গোত্রের মিত্রতায় আবদ্ধ, তাকে সে গোত্রের একজন হিসেবেই আচরণ করা হবে, যতক্ষন পর্যন্ত সে কোন অন্যায় অথবা বিশ্বাসঘাতকতা না করছে। রাষ্ট্রবিরোধী যে কোন উস্কানীমূলক কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ।
৪৬. কোন নারীকে কেবলমাত্র তার গোত্রের অনুমতিক্রমেই অপর কেউ নিরাপত্তাধীন করতে পারবে।
৪৭. কোন ধরণের মতবিরোধ কিংবা মতদ্বৈততার ক্ষেত্রে, যা পারষ্পরিক বিবাদের কারণ হতে পারে, সে'টি আল্লাহ এবং তার রাসূলের (সাঃ) নিকট সমাধানের জন্য ন্যস্ত করা হবে। তিনি এ দলীলের মধ্যকার যথার্থ কল্যাণকর অংশ অনুসরণ করবেন।
৪৮. কুরাইশ এবং তাদের মিত্রদের সাথে কোন প্রকার নিরাপত্তাচুক্তি নয়।
৪৯. মদীনার উপরে যেকোন আক্রমন, এ চুক্তিবদ্ধ সকলেই সমভাবে প্রতিহত করবে।
৫০. যদি এ চুক্তির মুসলিম ব্যতীত অপর পক্ষসমূহ কারো সাথে কোন প্রকার শান্তিচুক্তিতে আবদ্ধ হয়, তবে তারা তা মান্য করবে। যদি মুসলিমদেরকেও এ শান্তিচুক্তি মান্য করতে আহবান করা হয়, তারা সেটাকে মান্য করবে, শুধুমাত্র যখন তারা আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত সে সময় ব্যতীত।
৫১. প্রত্যেকেই তার নিজস্ব দল বা গোত্রের কর্মকান্ডের দায়িত্ব বহন করবে, ভালো কিংবা মন্দ। গোত্রীয় শৃংখলা রক্ষায় এর বিকল্প নেই।
৫২. আল আউস গোত্রভুক্ত ইহুদী এবং তাদের আজাদকৃত দাসগণ, যতদিন এ চুক্তি মান্য করবে, ততদিন পর্যন্ত সমানাধিকার ভোগ করবে। আস্হাই বিশ্বাসঘাতকতার প্রতিষেধক।
৫৩. যে কেউ আস্হার সাথে কাজ করবে, তা তার নিজের জন্যই কল্যানকর হবে।
৫৪. আল্লাহ এই চুক্তিকে অনুমোদন দিয়েছেন।
৫৫. কোন অপরাধী কিংবা অন্যায়কারীকে এ চুক্তি নিরাপত্তা দেয় না।
৫৬. এ চুক্তির আওতাধীন যে কেউ, চাই সে যুদ্ধক্ষেত্রে থাকুক কিংবা স্বগৃহে অবস্হান করুন, নিরাপত্তাধীন হবে যতক্ষণ পর্যন্ত কোন অন্যায় অপরাধ সংঘটন করে (ব্যক্তিগত দূর্বলতার কারণে যুদ্ধে অংশ না নিলে তা শাস্তিযোগ্য হবে না)।
৫৭. আল্লাহ তাদেরকেই রক্ষা করেন যারা সৎ এবং তাঁকে ভয় করে, এবং মুহাম্মাদ সাঃ তাঁর প্রেরিত রাসূল।
(অনুবাদটি এ লিংক থেকে নেয়া এবং ইংরেজীর খানিকটা দূর্বল ভাবানুবাদ। কোন ধরণের ভুল কিংবা মূল আরবী'র সাথে কোন অসংগতি থাকলে তা মন্তব্যের মাধ্যমে জানালে সংশোধন করে নেয়া হবে।)
Constitution of Medina in 63 Articles
The following are the 63 constitutional articles of the Constitution of Medina drafted by Prophet Muhammad (peace be upon him) after 622 AD.
Article 1 Constitutional Document
This is a constitutional document given by Muhammad (Peace be upon them), the prophet, (Messenger of God).
Article 2 Constitutional Subjects of the State
(This shall be a pact) between the Muslims of Quraysh, the people of Yathrib (the Citizens of Madina) and those who shall follow them and become attached to them (politically) and fight along with them. (All these communities shall be the constitutional subjects of the state.)
Article 3 Formation of the Constitutional Nationality
The aforementioned communities shall formulate a Constitutional Unity as distinct from (other) people.
Article 4 Validation and Enforcement of the former tribal laws of blood money for the emigrant Quraysh.
The emigrants from Quraysh shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principals of law and justice.
Article 5 Validation of the former laws of blood money for Banu Auf
And the emigrants from Banu Auf shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover , the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice
Article 6 Validation of the former laws of blood money for Banu Harith
And the emigrants from Banu Harith shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 7 Validation of the former laws of blood money for Banu Saida
And the emigrants from Banu Saida shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 8 Validation of the former laws of blood money for Banu Jusham
And the emigrants from Banu Jusham shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 9 Validation of the former laws of blood money for Banu Najjar
And the emigrants from Banu Najjar shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 10 Validation of the former laws of blood money for Banu Amr
And the emigrants from Banu Amr shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 11 Validation of the former laws of blood money for Banu Nabeet
And the emigrants from Banu Nabeet shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 12 Validation of the former laws of blood money for Banu Aws
And the emigrants from Banu Aws shall be responsible for their ward and they shall, according to their former approved practice, jointly pay the blood money in mutual collaboration and every group shall secure the release of their prisoners by paying the ransom. Moreover, the deal among the believers shall be in accordance with the recognized principles of law and justice.
Article 13 Indiscriminate rule of law and justice for all the communities.
And every group shall secure the release of its captives ensuring that an indiscriminate rule of law and justice is applied among the believers.
Article 14 Prohibition of relaxation in execution of law
The believers shall not leave a debtor among them, but shall help him in paying his ransom, according to what shall be considered fair.
Article 15 Prohibition of Unjust favoritism
A believer shall not form an alliance with the associate of (another) believer without the (latter’s) consent.
Article 16 Collective resistance against injustice, tyranny and mischief
There shall be collective resistance by the believers against any individual who rises in rebellion, attempts to acquire anything by force, violates any pledge or attempts to spread mischief amongst the believers. Such collective resistance against the perpetrator shall occur even if he is the son of anyone of them.
Article 17 Prohibition of killing of a Muslim by a Muslim
A believer shall not kill (another) believer (in retaliation) for an unbeliever, nor help an unbeliever against a believer.
Article 18 Guarantee of equal right of life protection for all the Muslims
The security of God (granted under this constitution) is one. This protection can be granted even by the humblest of the believers ( that would be equally binding for all).
Article 19 Distinctive identity of the Muslims against other constitutional communities
The believers shall be the associates of one another against all other people (of the world).
Article 20 Non-Muslim minorities (Jews) have the same right of life protection (like Muslims)
A Jew, who obeys us( the state) shall enjoys the same right of life protection( as the believers do), so long as they (the believers) are not wronged by him. (the Jews), and he does not help (others) against them.
Article 21 Guarantee of peace and security for all the Muslims bases on equality and justice
And verily the peace granted by the believers shall be one. If there is any war in the way of Allah, no believers shall make any treaty of peace( with the enemy) apart from other believers, unless that is based on equality and fairness among all.
Article 22 Law of relief for war allies
Every war ally of ours shall receive relief turns ( at riding) at all military duties.
Article 23 Law of vengeance for the Muslims in case bloodshed in the way of Allah
The believers shall execute vengeance for one another for the bloodshed in the way of Allah.
Article 24 Islam is the best code of life
All the God-fearing believers are under the best and most correct guidance of Islam.
Article 25 Prohibition of providing security of life and property to the enemy
No idolater ( or any non-believer among the clans of Madina) shall give protection for property and life to ( any of the ) Quraysh ( because of their being hostile to the state of Madina) nor shall intervene on his behalf against any believer.
Article 26 Execution of the law of retaliation for a Muslim murder
When anyone intentionally kills a believer, the evidence being clear he shall be killed in retaliation, unless the heirs of the victim are satisfied with the blood money. All the believers shall solidly stand against the murderer and nothing will be lawful for them except opposing him.
Article 27 protection or concession for the doer of mischief and subversion against the constitution
A believer who believes in God and in the Hereafter and agrees to the contents of this document shall not provide any protection or concession to those who engage in mischief and subversion against this constitution. Those who do so shall face the curse and wrath of God on the Day of Resurrection. Furthermore, nothing shall be accepted from them as a compensation or restitution ( in the life hereafter).
Article 28 The final and absolute authority in the disputes vests in almighty Allah and Prophet Muhammad (Peace be upon them)
When anyone among you differs about anything, the dispute shall be referred to Almighty Allah and to the Prophet Muhammad (Peace be upon them) (as all final and absolute authority is vested in them).
Article 29 Proportionate liability of non-Muslim citizens (the Jews) in bearing the war expenses
The Jews (non-Muslim minorities) will be subjected to a proportionate liability of the war expenses along with the believers so long as they (the Jews) continue to fight in conjunction with them.
Article 30 Guarantee of freedom of religion for both the Muslims and non-Muslim minorities ( the Jews)
The Jews of Banu Awf (non-Muslim minorities) shall be considered a community along with the believers. They shall be guaranteed the right of religious freedom along with the Muslims. The right shall be conferred on their associates as well as themselves except those who are guilty of oppression or the violators of treaties. They will bring evil only on themselves and their family.
Article 31 Equality of rights for the Jews of Banu Najjar with the Jews of Banu Awf
The Jews of Banu Najjar shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf.
Article 32 Equality of rights for the Jews of Banu Harith with the Jews of Banu Awf
The Jews of Banu Harith shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf.
Article 33 Equality of rights for the Jews of Banu Sa’ida with the Jews of Banu Awf
The Jews of Banu Sa’ida shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf.
Article 34 Equality of rights for the Jews of Banu Jusham with the Jews of Banu Awf
The Jews of Banu Jusham shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf.
Article 35 Equality of rights for the Jews of Banu Aws with the Jews of Banu Awf
The Jews of Banu Aws shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf.
Article 36 Equality of rights for the Jews of Banu Tha’laba with the Jews of Banu Awf
The Jews of Banu Tha’laba shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf except who are guilty of oppression or violate treaties, they will bring evil only on themselves and their family.
Article 37 Equality of rights for Jafna, the branch of Banu Tha’laba, with the Jews of Banu Awf
Jafna, a branch of Banu Thalaba, shall enjoy the same rights as granted to Banu Tha’laba.
Article 38 Equality of rights for the Jews of Banu Shutayba with the Jews of Banu Awf
The Jews of Banu Shutayba shall enjoy the same rights as granted to the Jews of Banu Awf. There shall be complete compliance ( with this constitution) and no violation (of its clauses)
Article 39 Equality of rights for all the associates of the tribe Tha’laba
All the associates of Banu Tha’laba shall enjoy the same rights as granted to Banu Thalaba.
Article 40 Equality of rights for all branches of the Jews
All sub-branches of the Jews shall enjoy the same rights as granted to them (the Jews).
Article 41 Final command and authority in military expeditions vests in the prophet Muhammad (Peace be upon them)
Verily, none among the allies shall advance (on a military expedition) without the prior permission of the Prophet Muhammad (Peace be upon them) (in whom vests the final command and authority).
Article 42 No exception from the law of retaliation
There shall be no impediment on anyone who wished to avenge a wound.
Article 43 Responsibility of Unlawful Killing
Whoever commits an unlawful killing shall be responsible for it himself with his family members but he is exempted in case he kills a cruel. Verily, Allah (is the Trust Helper) support those who adhere completely to this constitution.
Article 44 Separate liability of war expenses
The Jews and the Muslims shall bear their own war expenses separately.
Article 45 Compulsory mutual help to one another in case of war
There shall be mutual help between one another against those engage in war with the allies of this document.
Article 46 Mutual consultation and honourable dealing
There shall be mutual consultation and honourable dealing between the allies and there shall be the fulfilment not the violation, of all pledges.
Article 47 Law of prohibition of treachery and help of the oppressed
No one shall violate the pledge due to his ally and verily; help shall be given to the oppressed.
Article 48 The Jews (non-Muslim minorities) shall also extend financial support to the state during the war period
The Jews (non-Muslims minorities) along with the believers shall extend financial support to the state during the war period.
Article 49 Prohibition of Fighting and bloodshed among the various communities of the state
The valley of Yathrib is sacred and there shall be prohibition of fighting and bloodshed among the various communities of the state.
Article 50 Equal right of life protection shall be granted to everyone , who has been given the constitutional shelter
A person given constitutional shelter shall be granted an equal right of life protection as long as he commits no harm and does not act treacherously.
Article 51 Law of shelter for the women
A woman shall not be given any shelter without the consent of her family.
Article 52 Authority of Allah and the prophet Muhammad (Peace be upon them) shall be final and absolute authority in all disputes instigating any quarrel
And verily if any dispute arises among the parties to this document from which any quarrel may be feared, it shall be referred to God and to Muhammad (Peace be upon them), the Messenger of God , for the final and absolute decision. Verily, God is the Guarantee for the faithful observance of the contents of this constitution (which shall be enforced by the state).
Article 53 No refuge for the enemies of the state nor for their allies
There shall be no refuge for the Quraysh ( the enemies of the state) nor for their allies.
Article 54 Joint responsibility of defense in case of an attack on the state
The Muslims and the Jews shall be jointly responsible to defend ( the state of) Madina against any outside attack.
Article 55 Incumbency of observance of the treaty of peace for every ally
It shall be incumbent upon the Jews to observe and adhere to any peace treaty they are invited to participate in . Likewise, it shall also be incumbent upon the Muslims to observe and adhere to any peace treaty, they are invited to.
Article 56 No treaty shall suspend or negate the responsibility of the protection of Deen
(Likewise, it shall be incumbent upon the Muslims also to observe and adhere to any peace treaty that they are invited to), but no treaty will restrain them from fighting for the protection of their Deen.
Article 57 Every party to treaty shall be responsible for the defence of its facing direction
Every party to the treaty shall be responsible for the measures and arrangements of the defence of its facing direction.
Article 58 The basic constituent members of this document and their associates shall possess the equal constitutional status
The Jews of Aws (one of the basic constituent members of this document) and their allies shall posses the same constitutional status as the other parties to this document, with a condition that they should thoroughly sincere and honest in their dealing with the parties.
Article 59 No party shall have any right of violation of the constitution
No party shall have the right to violate the constitution. Every person who is guilty of a crime shall be held responsible for his act alone.
Article 60 Favour of Almighty Allah will be subject to the observance of the constitution
Verily, God is the Guarantee for the faithful observance of the contents of this constitution ( which shall be enforced by the state).
Article 61 No traitor or oppressor shall have the right of protection under this document
Verily, this constitutional document shall not protect any traitor or oppressor.
Article 62 All peaceful citizens would be in a save and secure protection
Verily, whoever goes out ( on a military expedition) shall be provided with security and whoever stays in Madina shall have (likewise), except those who commit oppression and violate the contents of this constitution.
Article 63 Allah and his Prophet Muhammad (Peace be upon them) are the protectors of the peaceful citizens of Madina who abide by the constitution
Verily, Allah and the Prophet Muhammad (Peace be upon them), the Messenger of God, are the protectors of good citizens and of those who fear from Allah.
Source: These articles are based on the book Constitutional Analysis of the Constitution of Madina by Dr. Muhammad Tahir-ul-Qadri.
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন