যে কোন সময় খালেদা জিয়াকে গ্রেফতার করা হতে পারে !!
লিখেছেন লিখেছেন tritiomot ০৮ এপ্রিল, ২০১৩, ১০:৫৩:২১ রাত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ আরও আট শীর্ষ নেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল পৃথক সাত মামলায় উল্লিখিত দুই নেতা ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপিকে কারাগারে পাঠায় নিম্ন আদালত।
এর আগেই কারান্তরীণ দলটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীকে একই মামলায় গতকাল আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানো হয়।
ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ ৮ নেতাকে নতুনভাবে কারাগারে পাঠানোয় বিএনপির গুরুত্বপূর্ণ প্রায় সব নেতা এখন কারান্তরীণ। এর আগে গত ১১ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সহ-তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামাল শরীফ হিরু, অ্যাডভোকেট আবেদ রাজা, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনসহ ১৫১ জন নেতাকে কারাবন্দি করা হয়।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, সংসদ সদস্য শাম্মী আক্তারসহ বেশ কিছু নেতা পুলিশের গুলিতে আহত হয়ে চিকিত্সাধীন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া সার্বক্ষণিক রাজনীতিতে সোচ্চার নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ কয়েকজন সিনিয়র নেতা জেলের বাইরে আছেন। যুগ্ম মহাসচিবদের মধ্যে সালাউদ্দিন আহমেদ ও মাহবুব উদ্দিন খোকন মুক্ত রয়েছেন।
বর্তমান রাজনৈতিক অবস্থায় ‘প্রয়োজন মনে করলে বেগম খালেদা জিয়াকেও আটক করা হতে পারে’ মর্মে গত সপ্তাহে আওয়ামীলীগের উর্দ্ধতন পর্যায়ের নেতারা হুমকী দিয়েছিলেন। তারই অংশ হিসাবে ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদেরকে আটক করা হয়েছে।
মুক্ত অবস্থায় থাকা নেতাদের মধ্যে অবস্থা বুঝে তাদেরকেও আটক করা হতে পারে। যে কোন সময় গ্রেফতার হতে পারেন বেগম খালেদা জিয়া । সরকারের মরণকামড় শুরু হয়েছে। হেফাজতের ইসলামের সফল মহাসমাবেশ বি এন পিসহ 18 দলীয় রাজনৈতিক শক্তি যাতে নিজেদের অনুকূলে নিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করতে না পারে, তারই প্রচেষ্টা হাতে নিয়েছে সরকার। এভাবে আটক নির্যাতন করে নেতাশুণ্য অবস্থায় বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে এমন এক বেফাঁস কথা তারা শুনতে চায়, যাতে সেই অযুহাতে তাকে আটক করা যায় । কাজেই বেগম খালেদা জিয়াকে বুদ্ধি বিবেচনা করে সর্তকভাবে সরকারের বিরোধী দল নিধন মোকাবেলা করতে হবে। বর্তমান সময়টা খুবই গুরুত্বপুর্ণ।
বিষয়: রাজনীতি
১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন