বাংলাদেশে মিথ্যাচারের রমরমা ব্যাবসা

লিখেছেন লিখেছেন নাবিল ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৬:৪৭ সকাল



এতো মিথ্যা কিভাবে বলতে পারে বাঙালীরা? চোখের সামনেই তো দেখছি। শাহবাগে না কি যেতে রিক্সা ভাড়া নেয় না রিক্সাওয়ালারা। হাহাহাহাহা। বাস থেকে নামিয়ে দিচ্ছে জনতা শাহবাগের বিপক্ষে কথা বলায়। হাহাহাহাহাহা।

শাহবাগীদের গুরু আইসিএসএফ নেতা রায়হান রশীদ আবেগঘন ছলছল এক ষ্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। পিরোজপুরে ভাগীরথী নামের এক মহিলাকে কিভাবে পাকবাহিনী নির্যাতন করে মেরেছিলো তা নিয়ে। এর সাথে সে জড়িয়েছে মাওলানা সাঈদীকে। ষ্ট্যাটাসের শুরু থেকেই আবেগ থরোথরো ভাষা, শেষ হয়েছে "বাংলাদেশ জেগে আছে। আমিও, আমরাও.."

অট্টহাসি থামাতে পারলাম না। এরা পারে এটাই। চরম আবেগ ঢেলে দিয়ে মিথ্যার বেসাতি করা। রায়হান রশীদ তার ষ্ট্যাটাসে বলেছে ভাগীরথিকে নির্যাতন করে তারপর গুলী করে বলেশ্বর নদীতে তার মৃতদেহ ভাসিয়ে দেয়া হয়।

ষ্ট্যাটাস দিয়ে বেশিক্ষণ হয় নাই। কুলদা রায় নামের একজন মন্তব্যে জানায়: "ভাগীরথীকে গুলি করে হত্যা করা হয়নি। তাকে মোটর সাইকেলের পেছনে দড়ি দিয়ে বেঁধে সারা শহরে ঘোরানো হয়েছিল। এভাবে রাস্তাতে তার মৃত্যু হয়।"

এরপর রানা মেহের লিখে "ভাগীরথীর ওপর নির্যাতনের অংশ হিসেবে তার দুই পা দুটো গাড়ির সাথে বেঁধে সেই দুটো গাড়ি দুই দিকে চালিয়ে দেয়া হয়"।

এই হলো মুক্তিযুদ্ধ গবেষকদের অবস্থা। রায়হান রশীদ হলো স্কাইপ কেলেঙ্কারী কুখ্যাত জিয়াউদ্দিনের ডানহাত এবং আইসিএসএফ এর আসল নেতা। এরা এখনো গল্পটাই ঠিকমতো ফাইনাল করে সারতে পারলো না এটা দু:খজনক।

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File