ভার্চুয়াল শিক্ষকের গুগল জয়
লিখেছেন লিখেছেন সমুদ্রের তীরে ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৯:১৭ দুপুর
বাংলাদেশি তরুণ রাগিব হাসান গত বছরের আগস্টে চালু করেন ভার্চুয়াল মাধ্যমে বাংলা ভাষায় পড়াশোনার সাইট শিক্ষক ডট কম । সম্প্রতি ভার্চুয়াল এ সাইটটি জিতে নিয়েছে গুগল ঘোষিত রাইজিং অ্যাওয়ার্ড।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান এবং গণিতশাস্ত্রকে ব্যবহার করে গড়ে ওঠা শিক্ষাবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে প্রতি বছর 'গুগল রাইজ অ্যাওয়ার্ড' দিয়ে থাকে প্রযুক্তি জায়ান্ট গুগল। আজকের উদ্যোগ আগামী সুন্দর ভবিষ্যতের কারিগর_ এ মূলমন্ত্রে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গুগলের রাইজিং অ্যাওয়ার্ড। এ বছর উদীয়মান সম্ভাবনাময় প্রকল্প হিসেবে বাংলাদেশি তরুণ রাগিব হাসানের শিক্ষক ডট কম জিতে নিয়েছে রাইজিং অ্যাওয়ার্ড।
শিক্ষক ডট কম এবং একজন রাগীব হাসান: শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের ভার্চুয়াল মাধ্যম। গত বছরের আগস্টে বাংলাদেশি উদ্যোক্তা ড. রাগিব হাসানের হাত ধরে অনলাইন দুনিয়ায় যাত্রা শুরু করে এই সাইটটি। রাগিব হাসান বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক। নিজের বিভাগেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। এরপর উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। বর্তমানে বার্মিহামের ইউনিভার্সিটি অব আলাবামাতে কম্পিউটার এবং তথ্য বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা ভাষাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বাংলা উইকিপিডিয়া কিংবা ওপেনসোর্স আন্দোলনকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। বাংলা ভাষায় পড়াশোনাকে সহজ করে উপস্থাপনের জন্য চমৎকার প্রয়াস শিক্ষক ডট কম। সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সাইটটি। রাগিব হাসান জানান, অনলাইন সুবিধা কাজে লাগিয়ে দূরপাঠ্য এসব কোর্সের শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করতে পারবেন। পুরো সুবিধাটিই পাওয়া যাবে বিনামূল্যে। শিক্ষক ডট কম তার ভার্চুয়াল স্কুলে যোগ করেছে ২৫টি পাঠ্যবিষয়। এরই মধ্যে এই ভার্চুয়াল স্কুলে যোগ দিয়েছেন ২০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী। সার্চ জায়ান্ট গুগলের ভাষায়_ শিক্ষক ডট কমকে পুরস্কারে ভূষিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অনগ্রসর-দরিদ্র শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় অবদান রাখতে পারবে। এ শিক্ষা পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোর জন্য একদিন অনুকরণীয় হয়ে উঠবে।
শিক্ষাপদ্ধতির মতোই এখানের পাঠ্যবিষয়গুলোও চমৎকার। পাঠ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মহাজাগতিক প্রাথমিক ধারণা নিয়ে জ্যোতির্বিজ্ঞান। পদার্থ, রসায়ন, গণিত এবং জীবজ্ঞিানের সম্মিলিত জ্ঞানের আলোকে কেমিকৌশলসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সাইটটিতে। পাশাপাশি শিগগির যোগ হতে যাচ্ছে আরও কয়েকটি দরকারি পাঠ্যবিষয়।
ছাত্র হবেন যেভাবে : পেশাজীবী কিংবা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তাতে কি! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া অথবা পেশাজীবী যে কেউ এখানের ছাত্র হতে পারবেন। ছাত্র হবার প্রক্রিয়াও অনেক সহজ। শিক্ষক ডট কমে প্রবেশ করে ওপরের দিকে ট্যাবে থাকা কোর্স তালিকায় ঢুঁ মারতে হবে। এরপর কোর্স তালিকা ভালোলাগা যে কোনো বিষয়ে ক্লিক করলে নিবন্ধন নামক একটি অপশন আসবে। নিবন্ধনের জন্য আপনার পূর্ণ নাম, ই-মেইল ঠিকানাসহ কয়েকটি তথ্য যথাযথভাবে পূরণ করে দিয়ে সাবমিট করতে হবে। প্রতিটি কোর্সের সঙ্গে সিলেবাস এবং লেকচার লিংক দেওয়া থাকবে। লিংকগুলোতে ক্লিক করা মাত্র ভিডিও আকারে লেকচার প্রদর্শিত হবে। প্রতিটি লেকচারই সহজবোধ্য বাংলায় উপস্থাপন করা হয়েছে। চাইলে একজন শিক্ষার্থী যতগুলো ইচ্ছা বিষয়ের ওপর পড়াশোনা করতে পারবেন।
আপনিও হতে পারেন শিক্ষক : বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভাষা শিক্ষা অথবা অন্য যে কোনো বিষয়ে পারঙ্গম হোন না কেন চাইলে আপনিও এখানে পড়াতে পারবেন- ই-মেইলে জানালেন রাগিব হাসান। পুরো প্রকল্পটিই যেহেতু মুক্ত প্রকল্প সেহতেু স্বেচ্ছাশ্রমে আগ্রহী যে কেউ ভার্চুয়াল শিক্ষকতার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন। এজন্য প্রথমেই আপনাকে কোর্সের নাম, সংক্ষিপ্ত বর্ণনা, কাদের জন্য কাজে আসবে, কোর্সের বর্ণনাসহ ইউটিউব ভিডিও টিউটোরিয়াল এবং কোর্স শেষ হতে কতদিন লাগবে এসব তথ্য সংবলিত একটি ই-মেইল পাঠাতে হবে ঠিকানায়।
বি:দ্র: লেখাটি আজকের সমকালে প্রকাশিত।
লেখক: আমিনুর রহমান
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন