এমন দৃশ্য দেখিনি আগে
লিখেছেন লিখেছেন অনুক্ত ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:৪৬:৫৮ বিকাল
সকাল ৫ টায় ওঠে ফজরের নামায পড়তে গিয়েছিলাম নয়া পল্টন মসজিদে । রাস্তায় নেমে দেখি হাজারো মুসলমানদের মিছিল। তারা পায়ে হেটে ঢাকার বাইরে থেকে মতিঝিলে যাচ্ছে। আওয়ামী সরকারের বাধা ও বাম রামদের রাতের হরতাল উপেক্ষা করে আল্লাহর ভালবাসায় সিক্ত হয়ে লাখো তৈৗহিদী জনতা সমাবেত হয় মতিঝিলে। চিন্তা করছিলাম এত মানুষ তারা সারা রাত পায়ে হেটে এসেছে আবার রাত পর্যন্ত থাকবে মিছিল করবে কিন্তু তাদের খাবার আসবে কিভাবে। আমরা কয়েকজন মিলে কিছু খাবার ও পানি নিয়ে নটরডম কলেজ গেটে দাড়ালাম । সময় গড়িয়ে দুপুর হল ইসলামকে ভালবেসে সব শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয় মতিঝিলে । প্রতিটি মানুষের মুখে আল্লাহু আকবার ধ্বনি। ব্যক্তিগত উদ্যেগে মানুষ মুসল্লিদের কিনে দিয়েছে , চিড়া , মুড়ি ,কলা,রুটি,কমলা, আপেল,শসা, গজর, খিচুরি, বিরানিসহ নানা রকম খাবার।আমার কাছে মনে হয়েছিল এটা রমজান মাস। রমজান মাসে যেমন মানুষ একে অপরকে খাবার দিয়ে আনন্দ পায় তেমনি হেফাজতে ইসলামের লং মার্চে মানুষ খাবার বিতরণ করেছে। বাংলাদেশের মানুষ যে ইসলাম প্রিয় তা আবারও প্রমাণ হল এই লং মার্চের মাধম্যে। সত্যি মানুষের প্রতি মানুষের এমন ভালবাসা ্আমি আগে কখনো দেখিনি। সকাল ৫ টায় ওঠে ফজরের নামায পড়তে গিয়েছিলাম নয়া পল্টন মসজিদে । রাস্তায় নেমে দেখি হাজারো মুসলমানদের মিছিল। তারা পায়ে হেটে ঢাকার বাইরে থেকে মতিঝিলে যাচ্ছে। আওয়ামী সরকারের বাধা ও বাম রামদের রাতের হরতাল উপেক্ষা করে আল্লাহর ভালবাসায় সিক্ত হয়ে লাখো তৈৗহিদী জনতা সমাবেত হয় মতিঝিলে। চিন্তা করছিলাম এত মানুষ তারা সারা রাত পায়ে হেটে এসেছে আবার রাত পর্যন্ত থাকবে মিছিল করবে কিন্তু তাদের খাবার আসবে কিভাবে। আমরা কয়েকজন মিলে কিছু খাবার ও পানি নিয়ে নটরডম কলেজ গেটে দাড়ালাম । সময় গড়িয়ে দুপুর হল ইসলামকে ভালবেসে সব শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয় মতিঝিলে । প্রতিটি মানুষের মুখে আল্লাহু আকবার ধ্বনি। ব্যক্তিগত উদ্যেগে মানুষ মুসল্লিদের কিনে দিয়েছে , চিড়া , মুড়ি ,কলা,রুটি,কমলা, আপেল,শসা, গজর, খিচুরি, বিরানিসহ নানা রকম খাবার।আমার কাছে মনে হয়েছিল এটা রমজান মাস। রমজান মাসে যেমন মানুষ একে অপরকে খাবার দিয়ে আনন্দ পায় তেমনি হেফাজতে ইসলামের লং মার্চে মানুষ খাবার বিতরণ করেছে। বাংলাদেশের মানুষ যে ইসলাম প্রিয় তা আবারও প্রমাণ হল এই লং মার্চের মাধম্যে। সত্যি মানুষের প্রতি মানুষের এমন ভালবাসা ্আমি আগে কখনো দেখিনি।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন