আমি হাসতে ভুলে গেসি, আমি বোবা হয়ে গেসি !!!

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ৩১ মার্চ, ২০১৩, ০৫:৪১:০০ সকাল

''পার্শ্ববর্তী দেশ বার্মায় জলন্ত পুড়িয়ে মারা হচ্ছে মানুষ... নারী, পুরুষ, শিশু নির্বিশেষে।আরাকানের এই মানুষগুলির ধর্মীয় কিংবা জাতিগত পরিচয়ের আগে তাদের পরিচয়... তারা মানুষ।

অথচ, সে দেশেরই 'শান্তি'তে নোবেল পুরস্কার বগলদাবা করা নেত্রী থাকেন নিশ্চুপ, নির্বিকার... হায়রে রাজনীতি, হায়রে মানুষ !!

আমার দেশে, পুলিশ নামক রাষ্ট্রিয় পেটোয়াবাহিনী গুলি করে একদিনেই মেরে ফেলে শতাধিক মানুষ। আর 'সুশীল' নামক মেচো দারোয়ানেরা রাতের 'টক-শো'তে কচলিয়ে যায় 'স্বাধীনতার চেতনা' নামক তেতো রস ... হায়রে দেশ, হায়রে স্বাধীনতা !!

আমি হাসতে ভুলে গেছি, আমি বোবা হয়ে যাচ্ছি !!''

@ হাসান শাহিন

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File