এম পি রনির কাহিনী !!!

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২০ মার্চ, ২০১৩, ০৮:২০:৩২ সকাল

ফেসবুকে দেখলাম আওয়ামীলীগের এম পি গোলাম মাওলা রনি এই চমৎকার কাহিনীটি লিখেছেন।

একদিন সুলতান কুতুবউদ্দিন আইবেক তার খাস কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। অন্য একজন মন্ত্রী তার পাশে বসে কথা বলছিলেন এবং পা টিপছিলেন। এমন সময় ইলতুৎমিশ যিনি কিনা একজন মন্ত্রীও ছিলেন, সেখানে ঢুকলেন। তারই মতো একজন মন্ত্রী কর্তৃক সুলতানের পা টিপতে দেখে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। তিনি মহামান্য সুলতানের কাছে নির্ভয়ে কিছু বলার অনুমতি চাইলেন। অনুমতি মঞ্জুর হলো। ইলতুৎমিশ বললেন, আলমপনা মন্ত্রীপদধারী ওই লোকটি আপনার পা টিপে আপনাকে চরমভাবে অপমানিত করছে। পা টেপা কোনো খানসামার কাজ। লোকটি প্রমাণ করার চেষ্টা করছে যে আপনি কোনো যোগ্য লোককে মন্ত্রী পদে নিয়োগ দেওয়ার মেধাসম্পন্ন ব্যক্তি নন। আপনার রুচি এবং আভিজাত্য নাপিত বা খানসামার পর্যায়ভুক্ত। আপনি নিম্নশ্রেণীর মানুষ দিয়ে উচ্চমার্গের কাজ করার প্রবৃত্তি দেখালে আপনার সালতানাত ধ্বংস হওয়া সময়ের ব্যাপার মাত্র। ইতিহাস সাক্ষী_ এ ঘটনার পর ইলতুৎমিশকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল যিনি কিনা কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর দিলি্লর সুলতান হয়েছিলেন। অন্যদিকে ওই পা টেপা মন্ত্রীকে রাজধানী থেকে বহিষ্কার করা হয়েছিল। যিনি পরবর্তীতে চীন দেশে পালিয়ে গিয়ে মোঙ্গলদের প্ররোচিত করেছিলেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য।

তবে এম পি রনির এই কাহিনীটা খোদ আওয়ামীলীগ এর বর্তমান মন্ত্রীসভার সাথে এমন খাপে খাপে মিলে যাবে তা ভাবিনি। বর্তমান প্রধানমন্ত্রীর চারপাশ ঘিরে থাকেন 'নিম্নশ্রেণীর' কিছু পাচাটা 'খানসামা' টাইপের হাত কচলানো মন্ত্রীরা। যারা নিম্ন-রুচির রং-হেডেড শেখ হাসিনার প্রতিটা অন্যায় অন্যায্য কাজে ১০০ বার ইয়েস নেত্রী ইয়েস ইয়েস ইয়েস বলে কোরাস গাইতে থাকেন। এরা নুপংসুক। এরা ধ্বজভঙ্গ টাইপ। এরা কেউ কালো বিড়াল। কেউ ডাকাত- লুটেরা সর্দার। কেউ বা সাধারণ মানুষের রক্ত-পানি করা টাকা মেরে দেওয়া পিশাচ-দরবেশ। কেউ বন্ধ্যা সুয়োরানী মায়ারানি। কেউ বা আবার আবাল-আবুল আর কেউ সেতো খেকো আবুল। এরা মগজহীন-বিবেকহীন দু পেয়ে হতে ও অধম। এইসব খাঁটি গোলাম- জাতীয় পুরুষত্বহীণ চামচার জন্য আজ জাতীকে চরম মূল্য দিতে হচ্ছে। আর কাহিনীর ইলতুৎমিশ এর মত জালিমের সামনে সত্য বলার মত সৎ সাহস এদের একজনের ও নাই।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File