আল্লাহর সাহায্য এবং বিজয় অতি নিকটবর্তী... نَصْرٌ مِّن اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ...নাসরুম মিনাল্লাহি অয়া ফাতহুন কারীব......

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ১৯ মার্চ, ২০১৩, ০৯:১২:৪৯ সকাল

বর্তমান বাংলাদেশে তাঁদের আক্ষরিক অর্থেই ঘুম ভাঙ্গে পুলিশের গুলির শব্দ শুনে। তাঁদের দিন কাটে মিছিলে মিছিলে। রাত কাটে গ্রেফতারের শঙ্কায়। আর গ্রেফতার করার পর পুলিশ সোজা হাতে-পায়ে গুলি করে ঝাঁঝরা করে দেয়। পঙ্গু হাসপাতাল হয় শেষ ঠিকানা। পরিবার- পরিজনের মায়া, মায়ের স্নেহ, বাবার শাসন, বোনের আদর, ভাইয়ের কড়া বকুনি ...... কিংবা জাগতিক আরাম আয়েশের মানবিক আহ্বান, একটি সুন্দর ক্যারিয়ারের স্বপ্ন, কিংবা প্রেম-ভালবাসা... না । এই দুনিয়ার কোন মায়াজাল তাঁদের জড়াতে পারছেনা। তারা সকল মানবিয় লোভ-লালসার ঊর্ধ্বে। তারা এক একজন যেনো সাহসের স্ফুলিঙ্গ। তারা ফুটন্ত আগ্নেয়গিরির লাভা। তারা আল্লাহর সৈনিক। তারা আশেকে রাসুল (সঃ)। জালিম সরকারের হাজার হাজার পেটোয়া বাহিনীর বিপরীতে তাদের একজন উদোম বুক খুলে দাড়িয়ে যায়।

এদের আজন্ম লালিত বিপ্লবের স্বপ্ন এখন তাঁদের দরজার কড়া নাড়ছে। তারা বিজয়ের সুবাস পেয়েছে। তারা তাঁদের সর্বস্ব আল্লাহর রাহে কোরবান করে দিয়ে এখন মহান মাবুদের মদদের অপেক্ষায়। তারা শেষবিচারের মালিকের সাহায্যের প্রত্যাশায়। তারা বিশ্বাস করে, আল্লাহর সাহায্য এবং বিজয় অতি নিকটবর্তী... نَصْرٌ مِّن اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ...নাসরুম মিনাল্লাহি অয়া ফাতহুন কারীব......

ছবিটা দেখে নিজের আবেগ আজ ধরে রাখতে পারছিনা। ছেলেটির জায়গায় বারবার নিজেকে কল্পনা করার চেষ্টা করছি।.........না। আর পারছিনা। এত সাহস। এত হিম্মত। মৃত্যুভয় কে এত তুচ্ছ তাচ্ছিল্য করা। এদের রুখার সাধ্য কারো নাই। না, নাই। ............ হে আল্লাহ, তুমার এই মজলুম অকুতোভয় সৈনিকদের তুমি সাহায্য কর।



বিষয়: বিবিধ

২৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File