কোনদিকে যাইবেন ? নাস্তিক-মুরতাদ- ধর্মদ্রোহী- জুলুমবাজ- মহাচোর- মহাদুর্নীতিগ্রস্তদের সাথে না ইসলাম প্রিয় তৌহীদি জনতার সাথে?
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ১৮ মার্চ, ২০১৩, ১০:২৪:১০ সকাল
আমেরিকার কুখ্যাত প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের বিতর্কিত উক্তি খানি 'You are either with us or you are against us in the fight against terror' বাংলাদেশের প্রেক্ষিতে শেখ হাসিনাই আমদানি করিয়াছিলেন। আশ্চর্যজনক ভাবে এই উক্তিটি এখন বাংলাদেশের জন্য খুবই সত্য হিসেবে আবির্ভূত হইয়াছে। দেশ এখন আস্তিক- নাস্তিক দুইটি স্পষ্ট ভাগে বিভক্ত রহিয়াছে। একদিকে নাস্তিক-মুরতাদ- ধর্মদ্রোহী- জুলুমবাজ- মহাচোর- মহাদুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ ও তাহার বাম-রাম সাংগপাংগরা বীর বিক্রমে দেশের বারটা বাজাইয়া দিতেছে। অন্যদিকে দেশের তাবৎ ইসলামপ্রিয় মজলুম জনতা প্রতিবাদ করিয়া শুধু মার খাইতেসেন। দুইটি রাস্তাই সম্পূর্ণ কিলিয়ার। হয় আপনি মহাজোটের মহালুটপাটে শরীক হইয়া আখের গোছাইবেন নতুবা তাহার প্রতিবাদে সোচ্চার হইয়া ঈমানী দায়িত্ব আঞ্জাম দিতে গিয়া আপনার জানমাল কোরবান করিবেন।
অতএব, খেয়াল কইরা পা ফেলিবেন। আর মনে রাখিবেন আল্লাহ সব সময় মজলুমদের পক্ষে থাকিবার ঘোষণা দিয়াছেন।
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন