যে দেশে জ্ঞানীর কদর নেই সে দেশে আর জ্ঞানী জন্ম নেবে না।
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ১২ মার্চ, ২০১৩, ০৭:৩২:৪১ সকাল
ডঃ ইউনুস একজন জগদ্বিখ্যাত অর্থনিতিবিদ। তাঁর প্র্রবর্তিত ক্ষুদ্র ঋণ অর্থনীতি এখন সারা বিশ্বের বিস্ময়। তিনি প্রথম বাংলাদেশী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমেরিকায় তাঁর সমাবেশে শুধুমাত্র তাঁর বক্তৃতা শুনতে লাখো মানুষ জড়ো হয়েছিলো। কিন্তু বর্তমান মহাজোট সরকারের কাছে তিনি অস্পৃশ্য। প্রধানমন্ত্রী প্রকাশ্য সমাবেশে তাকে রক্তচোষা বলে গালি দিয়েছেন। অথচ বাস্তবে কারা জনগণের রক্ত চোষে তা পদ্মা-সেতু-হ্লমার্ক-শেয়ার বাজার লুট সহ বিভিন্ন কেলেঙ্কারিতে প্রমাণিত হয়েছে।
বড় দুর্ভাগা জাতি আমরা। জাতির একজন সূর্য- সন্তান কে আমরা তাঁর প্রাপ্য সম্মান তো দেয়ই নি বরং তাকে পদে পদে অপদস্ত করতে আমাদের সরকারপ্রধান মাথার ঘাম পায়ে ফেলেছেন। একজন নোবেল লরিয়েট কে তাঁর নিজের হাতে গড়া গ্রামীণ ব্যাংক হতে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আর সরকারের পাচাটা দালালরা তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি করার মত ধৃষ্টতা দেখিয়েছে। আর বাংলাদেশের কিছু দালাল মিডিয়া সরকারের সাথে সমান তালে পাগলের প্রলাপে বকেছে। আর আমরা আবাল বাঙালীরা শুধু বসে বসে আঙুল চুষেছি। আমাদের সরকার মহাশয় পাশের দেশের নোবেল লরিয়েট অমর্ত্য সেনকে এই দেশে নিয়ে এসে সংবর্ধনা দিচ্ছেন। লম্ফ জম্ফ করছেন। ডিলিট উপাধি দিচ্ছেন। আর ও কত ঢঙ্গ ! বাঙালী বড় আজিব এক জিনিস!!
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন