আমি সেই দিন হব শান্ত.....।

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ১০ মার্চ, ২০১৩, ১০:০৭:৫৬ সকাল

আমার দলের শীর্ষ পর্যায়ের সব নেতা এখন জেলে। মধ্যম সারির ও কেউ এখন আর জেলের বাইরে মুক্ত অবস্তায় নেই। তরুণ যে কয়েকজন এগিয়ে এসেছেন নেতৃত্ব দিতে তাদের সবার উপরেই সরকারের জেল-জুলুম-হুলিয়া নেমে এসেছে। দেশের কোণ আদালতেই আমরা ন্যায়বিচার পাচ্ছি না। সরকার আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছেনা। ঘরে ঘুমাতে দিচ্ছেনা। চাকরি – ব্যবসা সর্ব ক্ষেত্রেই আমরা সরকারের জুলুমের শিকার। দিনের শুরুতে অন্যরা যখন রুজি রুজগারে দৌড়ায়, আমরা তখন আরেকটি পুলিশি হয়রানীর অপেক্ষায় থাকি। রাতে যখন সবাই নিজের ঘরে আরামে ঘুমায় তখন আমরা পুলিশের গ্রেফতারের ভয়ে বিনিদ্র রাত পার করি। আমাদের বাসা বাড়ি আক্রান্ত হয়েছে। আমাদের ব্যবসা বানিজ্য ধুলিস্যাত হয়োছে। আমাদের হাজারো ছাত্রের ক্যারিয়ার নষ্ট হয়েছে। স্বপ্ন ভেঙ্গে খান খান হয়েছে। এরপরও আমরা নাস্তিক-মুরতাদ ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। সুতীব্র প্রতিবাদে মুখর হয়েছি। জগদ্বিখ্যাত একজন আলেমের ফাঁসির রায়ের প্রতিবাদে আমরা দেশব্যাপী বিক্ষোভ করেছি। সরকারের পেটোয়া বাহিনী আমাদের শত শত সমর্থক কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে। চিরতরে পঙ্গু করেছে। আমাদের কর্মীদের চোখ উপড়ে ফেলেছে। হাত পা ভেঙ্গে দিয়েছে। সরকার আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আমরা আওয়ামী জাহেলিয়াতের নির্মম নির্যাতনের শিকার। আমরা একটি চরম ফ্যাসিবাদি সরকারের বর্বর আচরণের শিকার। স্পষ্টত আমরা নির্যাতিত। আমরা নিষ্পেষিত। স্পষ্টত আমরা নিপীড়িত মজলুম। আর আল্লাহ সবসময় সর্বাবস্থায় মজলুমের পক্ষে থাকেন।

আর জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বোধহয় আমাদের জন্যই লিখেছেন.........

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -

বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি আমি সেই দিন হব শান্ত!

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File