হে আল্লাহ! তুমি খুশীতো? -সিরাজুল ইসলাম শাহীন
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২৯ আগস্ট, ২০১৩, ০৬:৪৯:৫৫ সকাল
( সিলেটের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার সিরাজুল ইসলাম শাহিন ভাই লন্ডনে এসেছেন। শাহিন ভাই কবি নন, বরং জননন্দিত জননেতা। তাই বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ অগ্নিঝরা এই সময়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া একজন কাণ্ডারি যখন বিশ্ব ইসলামী আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে লিখেন, তখন সেটিই সবচেয়ে সময় উপযোগী কবিতা।
সবাইকে শাহিন ভাইয়ের কবিতাটি অন্তত একবারের জন্য পড়ে দেখার সবিনয় অনুরোধ করছি। )
মাত্র কয়টি ঘন্টায় জীবন বিলিয়ে দিল অকাতরে,
হাজারে হাজার ঈমানদার নীল নদীর তীরে।
রাবেয়া আদাবিয়া,আল নাহদা আর যাত্রাবাড়ীর দনিয়ায়,
একই ঘাতকের বুলেট বিদির্ন করে একই নিশানায় ।
এত জীবন, এত রক্তের স্রোতধারা -শুধুমাত্র তোমার জন্য,
হে আল্লাহ! তুমি খুশীতো?
এ দুনিয়ার মালিক তুমি হে পরওয়ার দিগার,
জীবন সম্পদ যা কিছু আছে সবই তোমার।
যেমনি চাইবে তেমনি রাখবে,
যেভাবে ইচ্ছা সেভাবে নেবে,
কিছুই নেই পরওয়া করার, হে রাব্বুল আলামীন!
আকুতি শুধু- কবুল কর, হে আহকামুল হাকিমীন!
বদিউজ্জামান নুসরী- সাইয়্যদে কুতুবের পথ ধরে,
গোলাম আযম-নিজামী -সাঈদীরা আজ কারাগারে।
সুমাইয়া-হামজার মত হতে শহীদ,
প্রস্তুত আজ লক্ষ-কোটি মুজাহিদ,
প্রয়োজন সময়ের- সেই সাহসী বিচক্ষন সেনাপতির।
অপেক্ষা তাই ওমর-খালিদ আর সালাউদ্দিন আইয়ুবির।
এ রক্ত, এ জীবন-এ কুরবানী বৃথা যেতে পারে না ,
এ জালিম-এ অমানুষদের ছেড়ে দেয়া যায় না,
জেগে উঠতেই হবে,
প্রতিশোধ নিতেই হবে,
জমিনের এক ইঞ্চি মাটিও ছাড়া যাবেনা।
দ্বীন কায়েম না করে এ কাফেলা থামবেনা ।
সবকিছু শুধু তোমারই জন্য, হে আল্লাহ! তুমি খুশী তো?
(মিশর ও বাংলাদেশের মজলুম ভাই-বোনদের স্মরণে )
সিরাজুল ইসলাম শাহীন,
লন্ডন, ভোর ৪টা, ১৭/০৮/২০১৩
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন