ভালো থেকো মা
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ০৮ জুন, ২০১৩, ০৯:৩৯:২৩ সকাল
সেদিন বাসার সামনে দাড়িয়ে মায়ের সাথে স্কাইপে কথা বলতেছি। মাকে বাসার সামনের পার্ক দেখিয়ে দেখিয়ে বললাম-
জানো মা ! আমরা প্রতিদিন বিকালে এই মাঠে ফুটবল খেলি। আম্মা বললেন -
-ভালো তো। তুই তাইলে আগের মতই খেলা-পাগল আছিস !
-জানো মা ! গতকাল বিকালে এই মাঠে ফুটবল খেলায় আমরা মাত্র তিনজন বাঙালী ছেলে ১০/১২ জন সাদা ইংলিশ ছেলেকে অনেক গুলা গোল দিয়েছি !
- কি বলছিস ? তাই নাকি?
-হ্যা মা। তবে এদের বয়স সম্পর্কে জানতে চাইও না আবার ? সমস্যা আছে।
-কেন কি সমস্যা?
- না তেমন কিছু না। ঐ ১০/১২ জন সাদা ইংলিশদের মাঝে সবচেয়ে বড় ছেলেটার বয়স বড়জোর ১৪/১৫ হবে। আর সবচেয়ে ছোট যে ছেলেটা তাঁর বয়স ৬/৭ ???
- হাঁহাঁ হাঁহাঁ হাঁহাঁ............
(আম্মা হো হো করে উচ্চস্বরে হাসতেছেন। আর আমি আস্তে করে কলটা কেটে দিলাম। মা হাসতেই থাকেন......)
ভাল থেকো মা। পরম করুণাময়ের কাছে এইটাই শুধু চাওয়া।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন