এই সাভারই যেন হয় শেষ দুর্ঘটনা......

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২৭ এপ্রিল, ২০১৩, ০৮:১১:৩৬ সকাল



বাংলাদেশে এইসব সরকারি অবহেলা-ঘটিত দুর্ঘটনা নতুন কিছু না। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নীমতলীতে ১২৪ জন, চিটাগাং এর মিরসরাইতে ৪৮ জন, তাজরীন ফ্যাশনে ১৬৮ জন এবং চিটাগাং এ ফ্লাইওভার ধ্বসে ১৭৫ জন মারা গেছেন।

এই সব দুর্ঘটনায় সরকারের ঘনিষ্ঠ লোকদের নাম বারবার ঘুরেফিরে এসেছে। কিন্তু শাস্তি দেওয়া তো দুরের কথা, শেখ হাসিনা এদের একটা বাল ও ছিঁড়েন নাই। তাই বারবার একই রকম দুর্ঘটনা ঘটে। আমরা হুজুগে বাঙ্গালীরা কয়েকদিন হইচই করে অবশেষে সবকিছু ভুলে যাই। ফলে যা হওয়ার তাই হয়। দুর্ঘটনা ঘটতেই থাকে। ঘটতেই থাকে............

এইবার এমন কিছু পদক্ষেপ চাই- এমন কিছু উদ্যোগ চাই- এমন কিছু প্লান চাই-

যাহাতে,

এই সাভারই যেন হয় শেষ দুর্ঘটনা-

রানা প্লাজাই যেন হয় শেষ মৃত্যুপুরী-

সোহেল রানাই যেন হয় শেষ নারকীয় ঘাতক-

মখা আলমগির ই যেন হয় শেষ জোকার-

আর শেখ হাসিনাই যেন হন শেষ মিথ্যুক প্রধান-মন্ত্রী।

বিষয়: বিবিধ

১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File