সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী : আমাকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে - GREAT NEWS
লিখেছেন লিখেছেন আহবান ২২ এপ্রিল, ২০১৩, ০২:৪৮:০০ রাত
"আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি), সিপিডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসত্ উদ্দেশে এসব ফর্মূলা দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ আর আমাকে মাইনাস করার জন্য এখন এই ফর্মূলাগুলো দেয়া হচ্ছে ।"
No Sk. Hasina -it is not conspiracy. It is the reality. People of Bangladesh, even the real patriot leaders of Awami League want to get rid of you. In last 5 years you gifted the country so much. We do not need anything else. That's enough. Sk. Hasina - below some of the points you gifted to this poor country.
এক নজরে হাসিনা এবোং আওয়ামী সরকারের সফলতাঃ
১। বিডিআর হত্যা কান্ডের মাধ্যমে দেশের সর্বাধিক বিচক্ষণ সেনা অফিসারদের হত্যা ও বিডিআর-সেনাবাহিনী অন্তরদ্বন্দ সৃষ্টি।
২। ড. মুহাম্মদ ইউনুসকে জোরপূর্বক গ্রামীন ব্যাংক থেকে অপসারণ। (কারন হল হিংসা।
৩। শেয়ার বাজার হতে নিজ দলের লোকদের দিয়ে অসহায় মানুষের হাজার কোটি টাকা আত্মসাৎ।
৪। সীমান্তে নির্লিপ্ত বিডিআর, বিএসএফের একের পর এক খুন। ফেলানীর ঝুলন্ত লাশ উপহার।
৫। হলমারক কেলেংকারী, ব্যাংকিং খাত ধ্বংস।
৬। স্বপ্নের পদ্মা সেতু দুর্নীতি। চিরতরে ডুবে গেল পদ্মা সেতু (Now Hasina family found involved in this robbery)
৭। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ এবং চোরের মায়ের বড় গলা।
৮। রাস্তায় পুলিশের সামনে ছাত্রলীগের মুসলমান মনে করে হিন্দু বিশ্বজিৎ কে নির্মমভাবে পিটিয়ে হত্যা।
৯। মাওলানা সাঈদীর ফাঁসির রায়ে জনবিক্ষোভে পুলিশলীগের নির্বিচার গুলি বর্ষণের মাধ্যমে দেশ হতে ১৪০/ততোধিক মুসলমান নিধন।
১০। আল্লাহ্ ও নবী করিম (সঃ) কে নিয়ে কটুক্তিকারীদের জামাই আদর এবং মুজিব- হাসিনা কে নিয়ে সমালোচনা কারীদের তৎক্ষণাৎ বিচার।
১১। দেশব্যাপী মুসলিম জাগরনের বিপক্ষে রাতের বেলা হরতাল ঘোষণা। (পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন)
১২। মাহামুদুর রহমানকে গ্রেফতার ও মামলা ছাড়াই রিমান্ড প্রদান।
১৩। মুসলমানদের কন্ঠ দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়া।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন