নাস্তিকদের মোকাবিলার জন্য একটি নফল রোজাই যথেষ্ট
লিখেছেন লিখেছেন প্রজাপতি ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৮:৫৯ দুপুর
সত্যের জয় হবে নিশ্চয়ই একদিন ।
সত্য সমাগত মিথ্যা বিতাড়িত ।
এই চির সত্য দুটি কথা বলে আজকের লেখা শুরু করছি । মহান আল্লাহ তুমি আমার সহায় হও । প্রথমে স্বাগত জানাচ্ছি রোজাদার ভাই ও বোনদের । যারা মহান আল্লাহ, রাসুল (সঃ) ও ইসলাম ধর্মকে অবমাননা করার প্রতিবাদে আজ রোজা পালন করছেন । তাদের এই দোয়া নাস্তিকদের পতনকে আরও ত্বরান্বিত করবে এবং অত্যাচারী ও জুলুমকারীদের ধ্বংস করবে । আল্লাহর রাসুল (সঃ) এর দোয়ার বদলোতে হযরত ওমর (রাঃ) ইসলাম গ্রহণ করেছেন । তেমনি মুসা (আঃ) এর দোয়ায় ফেরাউন ধ্বংস হয়েছে । তাই আজ নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দোয়ার মাধ্যমে নাস্তিক ও জুলুমকারীদের ধ্বংস অনিবার্য । আর সেটি হতে পারে আজকের নফল রোজার মাধ্যমে । কারণ গত জুমাবার সরকার পেটোয়া বাহিনী দ্বারা মুসুল্লিদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে । যাতে অনেক মুসলমান আহত হয়েছেন । অনেকে হয়েছেন নিহত । শুধু তাই নয় ধর্মান্ধ, জঙ্গি এবং উগ্র মুসলমান বলে অপপ্রচার চালান হচ্ছে । অথচ একটি মুসলিম দেশে নাস্তিকরা নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে সমাবেশ ও মিছিল করছে। আর অন্যদিকে মুসলমানরা সেই পুলিশের এর হাতে মার খাচ্ছে এবং চরম নির্যাতিত হচ্ছে । এ কোন সভ্য দেশে আছি? আর কতকাল মুসলমানরা মার খাবে ! এই মুহূর্তে নির্যাতিত মুসলমানদের দোয়া কবুল হওয়ায়ই স্বাভাবিক ।
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন