বাংলার সোনার ছেলেদেরকে নিয়ে কবিতা
লিখেছেন লিখেছেন কুরআনের সৈনিক ১৬ এপ্রিল, ২০১৩, ১১:৪১:১০ রাত
আমরা টেরর আমরা বিগ
আমরা ছাত্রলীগ !
মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ
উর্দ্ধ্বে তুলে মারসি কিক !
আমরা ছাত্রলীগ !!
থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে
পত্রিকা পাতায়,
আমরা শক্তখুলি রক্তে রাঙাই
ক্ষুর-চাপাতির ঘায় !
দিনে দিনে হচ্ছি দানব
ছুটছে সবাই দিগ্বিদিক _
আমরা ছাত্রলীগ !!
মোদের দক্ষতাতে হলগুলোতে
লক্ষপূরন বেশ!
নেত্রীদেবীর আশীর্বাদে
দখলপর্ব শেষ;
আমরা যেমন খুশি করবো তেমন
এই আমাদের সব সঠিক -
আমরা ছাত্রলীগ !!
আমরা ধরতে রাজী, জীবন-বাজী;
চান্দাবাজীর ভাগ_
কেউ খাবে আর কেউ খাবেনা??
ফাটাও ওদের নাক!
সংগে আছে কিরিচ-কুড়াল
রিভলবার আর লোহার শিক !
আমরা ছাত্রলীগ !!
সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা ধার ধারিনা ,
দেশটা মোদের বাপের তালুক/
পয়সা দিয়ে কিনা!
দারুন রাতের আমরা তরুন
গান্জা টেনে ঢুলছি “হিক” !
আমরা ছাত্রলীগ !!
মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ
বক্ষ ভরা রাগ
কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন
“ধর-ধর-ধর” ডাক !
আমরা স্বরাষ্ট্র-“মা”র শ্বেত-কমলের
প্রশ্রয়ে নির্ভিক !
আমরা ছাত্রলীগ!!
ঐ দারুন মারামারির দিনে
আমরা ফাটাই শির
দিনবদলের আমরা সেনা
নতুন শতাব্দীর !
মোদের গৌরবে আজ নেত্রী-মাতা
ত্যজ্য করে দিচ্ছে... ? - দিক !
(তবু) আমরা ছাত্রলীগ !!
নিউ-ভিসনের ডিজিট মোরা
দলের-ভবিষ্যত,
মোদের তান্ডবে আজ দেশের মানুষ
দিচ্ছে নাকে খত ,
তবু মোরা গর্বিত ভাই
আদর্শিত (?) সু-সৈনিক !
আমরা ছাত্রলীগ !! (সংগ্রহীত প্রিয়বইডটকম হতে)
বিষয়: সাহিত্য
২৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন