বুদ্ধিপ্রতিবন্ধীদের চিকিৎসা।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ০৭ মার্চ, ২০১৩, ০১:৪৯:০৪ দুপুর
আজকাল চারপাশে তাকালে শুধু দেখি কিছু মানুষ রোবটের মত শেখানো বুলি আউড়াচ্ছে। তাদের অবস্থা দেখে বুঝলাম ওরা নির্ঘাত বুদ্ধিপ্রতিবন্ধী।
চোখের সামনে সবকিছু থাকতেই ওরা এমন একটা ভাব করে কিছুই নেই।
ওদের আচার আচরণ দেখে মনে হয় দেশে শুধুমাত্র জামায়াত-শিবির নামক মানুষ ছাড়া আর কেউ নাই, থাকলে ফেরেশতা।
ওদের জন্য চিকিৎসার ব্যবস্থা করলাম যদিও আমি কমার্সের ছাত্র ছিলাম।
১>> রাজিব ওরফে নাস্তিক শহীদ (!) রাজিব এর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত বুদ্ধিপ্রতিবন্ধীরা বলে জামায়াত-শিবির খুন করছে, কিন্তু আজ পর্যন্ত জামায়াত-শিবিরের কাউকে পুলিশ রাজীব হত্যার অভিযোগে গ্রেফতার করতে পারে নাই।
২>> শহীদ মিনার ভাঙ্গলো জামায়াত শিবির, কিন্তু গতকালের মানবজমিন পত্রিকায় দেখছেন তো শহীদ মিনার ভাঙ্গতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো আপনাদের সবার প্রিয় "যুবলীগ কর্মী"।
৩>> জাতীয় পতাকা অবমাননা করলা জামায়াত-শিবির, কিন্তু ঘটনা দেখলাম উলটো ইসলামী ব্যাংকের বুথ ভাঙ্গচুর করল যে লাঠি দিয়ে সেই লাঠির মাথায় জাতীয় পতাকা বাঁধা, শাহবাগে জাতীয় পতাকার উপর বসে বিরানী খাওয়ার ছবিও আছে, সর্বশেষ গতকাল ছাত্রলীগের কর্মীরা মাথায় পতাকা বেধে হাতে কলম (রামদা, আগ্নেয়াস্ত্র) নিয়ে রাস্তায় পড়া রিভিশন দিচ্ছিল।
৪>> মন্দির ভাঙ্গলো জামায়াত-শিবির, কিন্তু সে মন্দির ভাঙ্গতে জনতার হাতে ধরা পড়ল আপনাদের প্রিয় "যুবলীগ কর্মী"।
৫>> বোমা ফাটায় জামায়াত-শিবির, কিন্তু বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে নিহত মানুষ যুবলীগের কর্মী।
৬>> সন্ত্রাসী হল জামায়াত-শিবির, কিন্তু জামায়াত-শিবিরে কর্মীরা রামদা বা আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে এইরকম কোন ছবি এখনো পর্যন্ত কোন মিডিয়া প্রচার করতে পারে নাই। উপরন্তু ছাত্রলীগ কর্মীদের অহরহ ছবি আছে।
এই চিকিৎসায় ভালো হলে হবেন, না হলে বুদ্ধিপ্রতিবন্ধীই থাকবেন।
বুদ্ধিপ্রতিবন্ধী হলেও ভাল থাকবেন।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন