মায়া তোদের জন্য
লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ০২ মার্চ, ২০১৩, ১২:২৯:৩৩ রাত
আমেরিকা,লন্ডন,সৌদি আরব, মিশর, ইরান সহ বিশ্বের ১১ টি দেশ সাঈদীর মুক্তি চাই।
গতকাল রায়ের পর থেকে টিভিতে যত টক শো হয়েছে তাতে প্রায় সব বক্তায় বলছে সাঈদী ন্যায় বিচার পায় নাই।
বি,এন,পি , জাতীয় পার্টি এবং ইসলামী দল গুলো সহ প্রায় সব বিরোধী দল বলছে সাঈদী ন্যায় বিচার পায়নি।
বিশ্বের বিভিন্ন সংবাদ মিডিয়া বলছে সাঈদীর রায় বিতর্কিত, ন্যায় বিচার হয় নাই।
এমনকি একটা আনঅফিসিয়াল জরিপে দেখা গেছে শতকরা ৭০ জন মানুষ সাঈদ...ীকে পছন্দ করে এবং তারা সরাসরি ফাঁসির বিরুদ্ধে।
উপরের মানুষ গুলো সব রাজাকার শুধুমাত্র শাহবাগী আর আওয়ামীলীগরা দেশপ্রেমিক।
শাহবাগীদের বর্তমান বক্তব্য দেখেই বুঝা যায় ওরা ছাত্রলীগ যেটি বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না, বিশেষভাবে অজ্ঞরাও বুঝে ছাত্রলীগ পরিচয় দেওয়ার মুখ নাই তাই বলে আমরা "নিরপেক্ষ লীগ"। আরো বড় প্রমাণ হচ্ছে আমার পরিচিত যারাই শাহবাগ বা গণজাগরণ মঞ্চের সমর্থক সবাই আবার ছাত্রলীগের সমর্থক, হ্যা এইটা আন্দাজি নয় আমার জানা কথা।
বিশিষ্ট চটি লেখক অমি কি ধরনের নিরপেক্ষ সেটা সবাই জানে, সাথে এইও জানে আসিফ কোন দলের সমর্থক, আর ইমরান তার জীবনে কোনদিন ব্লগ লিখছে কিনা সেটা বেচেরা নিজেও জানেনা।
কালকের গণহত্যা বিষয়ে ওদের বক্তব্য হচ্ছে - শিবিরের ছেলেরা রাস্তায় এসে সন্ত্রাসী শুরু করছিল তাই পুলিশ গুলি করছে, তোদের জন্য জলন্ত উদাহরণ আজকের চট্টগ্রামের মিছিল যেখানে পুলিশ বাঁধা না দেওয়ায় কোন গ্যাঞ্জামের সৃষ্টি হয় নাই।
শাহবাগীলীগ তোদের জনপ্রিয়তা কোথায় নামছে সেটার প্রমাণ তোদের চোখের সামনেই আছে। তোদের শাহবাগ প্রজন্ম চত্ত্বর পেজে এখন ৫০০ মন্তব্য হলে তার মধ্য ২০০ মন্তব্য তোদের বিরুদ্ধে যায় যা তোরা মুছে দিস। যারা তোদের বিরুদ্ধে বলে সবাই শুরুতেই তোদেরই সমর্থক ছিল।
আওয়ামী পেজ বলে আনলাইক দেওয়ার অভ্যাস আমার নাই। শুরুতে যে পেজ গুলো তোদের সমর্থন করে পোষ্ট দিয়েছিল আজ সেই পেজ তোদের বিরুদ্ধে পোষ্ট দিচ্ছে , চেক করে দেখ পেয়ে যাবি।
চোখ সারাদিন হাসিনা আর শাহবাগে রেখে জয় বাংলা চিল্লায় লাভ নাই, চারিদিকে তাকায় দেখ তখন বুঝবি তোদের অবস্থান এখন কোথায়।
আজ সিলেটে এক বাবা তার বার বছরের মেয়ের নাম হাসিনা থেকে পরিবর্তন করে আফসানা করছে, তুই কি বুঝবি কতটা ঘৃণা করলে এই কাজটি হতে পারে??
তোরা বলিস সাধারণ জনগণ জামায়াত-শিবিরের সাথে নাই, দয়া কালকের ভিডিও ফুটেজ গুলো দেখ, আন্দোলনকারী সংখ্যাটা আন্দাজ করে দেখ, সব যদি জামায়াত-শিবির কর্মী আসলেই হয়ে থাকে তাহলে বুঝে নেয় শিবিরের জনপ্রিয়তা আজ কোথায় পৌছেছে।
সাঈদীর রায়ের কারণে সারা বাংলাদেশে কমপক্ষে ২ লক্ষ সমর্থক জামায়াত-শিবিরের বেড়েছে যেটি তোদের এক সাঈদীভক্ত আওয়ামীর কথা।
তোরা বলিস আমরা বুদ্ধিপ্রতিবন্ধী, হ্যা দেখ আমাদের মত বুদ্ধিপ্রতিবন্ধীকেই দেশে-বিদেশে সমর্থন দিয়ে যাচ্ছে, আর তোদের মত জ্ঞানীদের ভারত ছাড়া আর কেউ সমর্থন দিতে এখনো দেখলাম না, দেখাতে পারবিও না, এমনকি সমর্থনও পাবি না।
তাই তোদের জন্য আজ এক মুঠো মায়াসহ ভালবাসা দিলাম। তোরা শাহবাগেই বেঁচে থাক।
সত্যের জয় অনিবার্য।
গতকাল ও আজকের আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়া রইল।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন