২৫শে ফেব্রুয়ারী, আমি, আমরা, আপনি, আপনারা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩১:০৬ রাত

২০০৯ সালের ২৪শে ফেব্রুয়ারীর এই সময় কোন বাঙ্গালী জানতাম না সকালের সূর্য আমাদের জন্য কি দুঃখের সংবাদ নিয়ে হাসিমুখেহাজির হবে।

কিন্তু ২০১৩ সালের ২৪শে ফেব্রুয়ারীর এই রাতে আমরা সবাই ২৫শে ফেব্রুয়ারীর "শোক" বুকে ধারণ করে যার যার অবস্থান থেকে শোক বা ক্ষোভ প্রকাশ করতে প্রস্তুত হচ্ছি।

১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর আর ২০০৯ সালের ২৪শে ফেব্রুয়ারীর ক্ষতি পুষাতে বাঙ্গালী জাতির কত বছর লাগবে সেটা আমি সঠিক জানিনা, আদৌ পুষাতে পারবে কিনা সেটাও জানা নেই।

আজকে আমাদের সেনাবাহিনী কত নাজুক সেটা বুঝতে কারো বাকি নেই। দেশের অস্থিতিশীল অবস্থায়ও সেনাবাহিনী কোন ভূমিকা রাখতে পারছে না যার কারণ হিসেবে ২৫শে ফেব্রুয়ারী বলে আমি মনে করি। সেনাবাহিনীর মেরুদন্ড অর্ধেক হয়ে গেছে তখন থেকেই।

হা-হুতাশ করে বাঙ্গালীর বীর সেনাদের ফেরত পাওয়ার কোন সুযোগ আমাদের কারো কাছে নাই।

বিডিআর বিদ্রোহের পেছনে কার হাত সেটা সুস্পষ্টভাবে আমরা জানিনা, যদিও তখন অনেক আলোচক সমালোচক ভারতের হাতকে দায়ী করেছেন।

সেই বিদ্রোহের বিচারও বেশ কয়েকটা পর্যবেক্ষন করেছিলাম। ১০০ টাকা, ২০০ টাকা সাথে ছয় মাস, সাত মাস সর্বোচ্চ ১ বছর জেলের শাস্তি দেখছিলাম।

এই বিচার কোনভাবেই আমি মানি না, মানব না,

হউক সেটা সামরিক আদালত।

দাবী একটায় - পিলখানার বিডিআর বিদ্রোহে জড়িত ব্যক্তির মুখোশ জাতির সামনে উন্মোচন করা হোক। জজ মিয়া টাইপের কোন নাটক আমরা আর দেখতে চাই না।

৫২ জন সেনা সদস্যের মৃত্যুর পরও যদি এইদেশে সুশাসনের হাওয়া না বয়ে থাকে তাহলে আর কোনদিন বইবে না সে সুশীতল বাতাস।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File