জাতীয় পতাকা পদদলিত।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৩:৪৪ দুপুর

বেশ কয়েকদিন থেকে ব্লগ বা ফেসবুকে ইসলামী আন্দোলনের নেতাকর্মী দ্বারা জাতীয় পতাকা ও শহীদ মিনার অবমাননা বহুল আলোচিত ও সত্য হলে ঘৃণিত বিষয়।

যদিও জাতীয় পতাকা ছেঁড়ার বা শহীদ মিনার ভাঙ্গার সুস্পষ্ট কোন ছবি বা ভিডিও কোন মিডিয়া বা সমালোচকরা হাজির করতে পারে নাই। খুব সম্ভবত উনাদের ক্যামেরার মেমরীতে জায়গা ছিল না অথবা ক্যামেরার ব্যাটারীতে চার্জ ছিল না।

উদের আপনারা দেশদ্রোহী উপাধি দিলেন কোনরকম তথ্য প্রমাণ ছাড়া। তথ্য প্রমাণ ছাড়া এই জন্যই বললাম কারণ অমুক টিভি তমুক পত্রিকা লিখলেই সেটা সত্য হবে না যতক্ষণ না পর্যন্ত কোন প্রকার ছবি বা ভিডিও হাজির করতে পারে নাই।

ওরা দেশদ্রোহী তাই হয়ত পতাকা ও শহীদ মিনার অবমাননা করছে, কিন্তু শাহবাগের এরা কেন করছে??

নিচের ছবিতে দেখুন শাহবাগে জাতীয় পতাকা পদদলিত। জাতীয় পতাকার উপর বসে বসে কি কি করছে উনারাই ভাল জানে।



দেশপ্রেমিকরা করলে অবমাননা হয় না তাই বলবেন??

বিষয়: রাজনীতি

১৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File