ধর্মনিরপেক্ষতা !!!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ২০ জুলাই, ২০১৩, ০১:১৮:৩১ রাত

যে দেশের ৯৯.৯০ ভাগ মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাসী,

যে দেশের ধর্মে বিশ্বাসীদের ৬০ ভাগ প্রতিদিন নিয়মিতভাবে ধর্মীয় নিয়ম কানুন পালন করে এবং মেনে চলে,

যে দেশের ধর্মে বিশ্বাসীদের ৪০ ভাগ প্রতিদিন ধর্মীয় নিয়ম কানুন না মানলেও ইহকাল ও পরকাল,ভাল-মন্দ কাজের জবাবদিহিতা সম্পর্কে মনে প্রাণে বিশ্বাস রাখে,

সে দেশে ধর্মনিরপেক্ষতা কিভাবে সম্ভব আমার অ্যান্টেনায় ধরা দিচ্ছে না।

হ্যাঁ রাজনীতি ছাড়া অন্যান্য বিষয়ে আমরা যথেষ্ট ধর্মনিরপেক্ষ। সেই ছোটবেলা থেকে হিন্দু বন্ধুর সাথে বেড়ে উঠতে গিয়ে কোনদিন মনে আসে নাই আমি মুসলিম ও হিন্দু, এক সাথে আড্ডা দিতে, নাস্তা করতে,বিয়েতে গিয়ে মজা করতে, ডাব ও বড়ই চুরি করতে গিয়ে কোনদিন তো মনে হয় নাই আমার সাথে একটা অন্য ধর্মে বিশ্বাসী মানুষ আছে।

হিন্দু বা বৌদ্ধরা প্রতিবছর তাদের ধর্মীয় অনুষ্টান পালন করছে তাদের তো কোন সময় বাঁধা দেওয়া হয় নাই।

তাহলে শুধু রাজনীতির খাতিরে কেন ধর্ম নিরপেক্ষ হতে হবে???

তাহলে কি সাঈদীর কথাটাই সত্য?? ধর্মনিরপেক্ষ হলে বড় বড় বোতল খাওয়া যাবে, অবাধ মেলামেশায় কোন সমস্যা হবে না, ইউরোপ আমেরিকার মত রাস্তা ঘাটে কিসিংমিসিং করা যাবে।

যে দেশের ধর্ম বিশ্বাসীদের ৯০ ভাগ ইসলামে বিশ্বাসী তারা তো বিশ্বাস করেই ইসলাম সম্পূর্ণ জীবন বিধান যার মধ্যে রাজনীতিও অন্তর্ভুক্ত। তাহলে কেন ৯০ ভাগ মানুষ ইসলামী রাজনীতি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাজনীতি করবে??

ইসলামী ব্যাংক ব্যবস্থা না থাকলে তাহলে হয়ত অন্য ব্যাংকে যেতাম, ইসলামী ব্যাংক ব্যবস্থা থাকতে কেন অন্যটিতে যাব?

তাহলে কি ইসলামের উপর আমাদের আস্থা কমে যাচ্ছে??? ইসলাম সম্পূর্ণ জীবন বিধান সেটা মানতে আমাদের চুলকাচ্ছে??

বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File