কার বিরিয়ানি কে খায় !

লিখেছেন লিখেছেন শাবাব মুস্তাকী ১৮ জুন, ২০১৩, ০১:২৫:১৭ দুপুর

শাহবাগে বিরিয়ানির যোগাড়যন্ত্র করলো অনলাইন এক্টিভিস্ট রা ,

বিরিয়ানি রান্নার ব্যাবস্থা করলো আওয়ামীলীগ

রান্নার জ্বালানি হিসেবে ব্যাবহৃত হয়ে জ্বলে পুড়ে মরলো হেফাযত বাহিনী ,

আর রান্না করা সুস্বাদু ৪ প্লেট বিরিয়ানি গিয়ে পড়লো বিএনপির প্লেটে ! !

শাহবাগ যে বুমেরাং হয়ে উল্টা বিএনপির জন্য আশীর্বাদ আর সরকারের জন্য বিপদ হয়ে দেখা দিবে এটা আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারেনি। বুঝতে পেরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ,তাই তিনি রাগত সুরে শাহবাগ উচ্ছেদ করতে বলেছিলেন।

তিনি বুঝেছিলেন ,জেবতিকের পোস্টে

৫০০০ লাইক পড়লেও তার ভোট কিন্তু ঐ একটাই ! !

যাক ফল পেলো বিএনপি অথচ শাহবাগের উত্তাল সময়ে বিএনপি একেবারেই চুপচাপ ছিলো ,ধরি মাছ না ছুঁই পানি অবস্থা।

বিএনপি দেখি বিরাট ভাগ্যবান দল। সবসময় রেজাল্ট তাদের ঘরেই উঠে। ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব , ৯০ এর গণ অভ্যুত্থান এর রেজাল্ট ও ওদের ঘরেই উঠেছে ,

বাংলার দুঃখি জনতা কেনো জানি বারবার আপনাদের কাছেই ফিরে ফিরে আসে।

তবে এবার আশা করি একটু সেনসিবল হবেন। জনগণের কথা ভাববেন।তা না করে যদি আগের মতো ফালু লালু বুলু লাল্টু দের নিয়ে বিরিয়ানি খেয়ে সাবাড় করেন ,তাহলে কিন্তু জনগণ আর ক্ষমা করবেনা ,খুব খিয়াল কৈরা

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File