ব্লগে-ফেসবুকে লংমার্চ নিয়ে বিভ্রান্তি মূলক প্রচারণার জবাব।
লিখেছেন লিখেছেন কবি ০৬ এপ্রিল, ২০১৩, ০২:১০:২৯ রাত
শাহাবাগী-নাস্তিকেরা ব্লগে-ফেসবুকে লংমার্চ নিয়ে বিভ্রান্তি মূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে।
লংমার্চ বা দীর্ঘযাত্রা কি ১৯৩৪ সালেই পৃথিবীতে প্রথম হয়েছিলো? এরও ১৩০০ বছর আগে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ কি লংমার্চ ছিল না? আল্লাহ্ ইসলামের হেফাযত করবেন আর আপনি কী করবেন? ঘরে বসে আঙ্গুল চুষবেন? "আল্লাহ্ ইসলামের হেফাযত করবেন আর আমাদের কিছুই করা লাগবে না" -তাহলে এত কষ্ট করে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করার ই বা কি দরকার ছিল? আপনারা অর্থাৎ শাহাবাগীরা কি বলতেচাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট করে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল?(নাউযুবিল্লাহ)
আল্লাহ তা'আলা কুরআনে বলেন-
আসমান সমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান। [সূরা আশ-শূরা, আয়াত: ৪৯-৫০]
তো এক যুবক প্রায়ই ইমামের কাছে গিয়ে দুয়া চায় যে তার যাতে সন্তান হয়। ইমামও দুয়া করতে থাকে। এভাবে এক এক করে পাঁচ বছর কেটে গেলো। ইমামের সন্দেহ হয়। একদিন যুবক দুয়া চাইতে এলে ইমাম জিজ্ঞেস করলো- "আচ্ছা তুমি কি বিবাহিত?" যুবকটি জানালো যে সে এখনো বিয়েই করেনি।
লংমার্চ এ যেতে না চাইলে ঐ যুবকটির মত ঘরে বসে আঙ্গুল চুষতে পারেন।
পীর-মুরিদ-ওলামালীগ-নাস্তিকদের দ্বারা পরিচালিত http://www.shobujbanglablog.net এর স্টিকি পোস্ট টা দেখুন- http://www.shobujbanglablog.net/43317.html
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন